শবযাত্রাতে গিয়েছে কয়েকজনই,
শোকের মিছিল নামবেনা আজ পথে
কলমের কাছে যেসব কলম ঋণী,
ভাইরাস নুন ঘষেছে তাদের ক্ষতে।
বাইরে সূর্য পুড়িয়ে দিচ্ছে সব,
উস্কে দিচ্ছে পোড়া বটটার স্মৃতি
অন্তিমে এসে ভীষণ একাকী শব,
জীবনেও যার গতি ছিলো বিপরীতই ।
একটা ভালো কবির মৃত্যু হলো,
অপাঠক লোকে অশ্রাব্য শোকে মাতে,
আহা বেচারিকে কেউ একটা গিয়ে বলো,
তেমন ক্ষমতা নেই মরণের হাতে।
অমরকে আর কিভাবে মারবে কে রে?
পার্থিব গেলে কথা মরে যায় বুঝি?
কান পেতে শোনো , আওয়াজ উঠছে বেড়ে,
শঙ্খধ্বনিতে কাঁপে সব গলিঘুঁজি।
যবনিকা নয়, বিরতি ধরতে পারো,
যোদ্ধারা দ্রুত ঝালিয়ে নিচ্ছে পাঠ,
শিবিরে শিবিরে কুশীলব জোটে আরো,
জাগছে আবার কুরুক্ষেত্র মাঠ।
শঙ্খ পড়লে শিরদাঁড়া ওঠে জেগে,
হামাগুড়ি দেওয়া মানুষও দাঁড়ায় সিধে,
মৃত বলে যাকে সমকাল দিলো দেগে,
আবার সে বাঁচে শেষ লড়াইয়ের জিদে।
শঙ্খের ঘোষ ওই শোনো নানাদিকে,
চিত্তের প্রিয় কবিতারা পায় স্বর,
বেচারি সূর্য বোঝে আজ সেও ফিকে ,
শঙ্খের তেজ তার চেয়ে ভাস্বর।
কত ভালো কবি নিক অপাঠক শিখে,
শঙ্খ বাজছে এখন সবার ঘর।