কলকাতার অভিজ্ঞ বরিষ্ঠ মনস্তাত্ত্বিক কাউন্সেলর ড. অমিত চক্রবর্তীর সাক্ষাৎকার শুনুন ড. শুভমিতা মৈত্রের ইউটিউব চ্যানেলে।
চাবি
১ পাঠক জানেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘সত্যান্বষী’ গল্প- যে গল্পে তিনি ব্যোমকেশ বক্সীকে প্রথম উপস্থাপিত করেন- তাতে অন্যতম প্রতিপাদ্য বিষয় হিসেবে একটা ‘ইয়েল লক’-এর কথা আছে।