ও সমকাল, কাটছে কেমন জীবন এসে বয়ান নে,
আয়ুর কাঁটা ঘুরতে ঘুরতে পৌঁছে দিলো চুয়ান্নে।
আর কতদিন চলবে ঘড়ি, সেসব জেনে লাভটা কি,
আজ অবধি তো দিব্যি আছি, উহ্যে থাকুক বাদবাকি।
খানিক সুখে, খানিক শোকে. বেশিরভাগই ঢেউহীনে
চলছে জীবন, এই সফরে হাঁটে না পথ কেউ চিনে।
আজকে যাকে স্বপ্ন ভাবি, কাল তা ফেলি আক্ষেপে
ভুল আর ঠিক-এর আপেক্ষিকে ঘড়ির হিসেব রাখবে কে।
কাল থেকে কি পাল্টে যাবো, ছুলাম বলেই ফিফটি ফোর?
উল্টে বরং বলতে পারি কাম অন লাইফ, গিভ মি মোর!
আমি এখন সেই বয়েসে, যখন প্রেমের অধিক স্নেহ,
তাই বলে কি মন বুড়ো হয়, সঙ্গতে তার না থাক দেহ।
জীবন ভীষণ আজব ধাঁধা, সমাধানের সূত্র নেই,
বর্তমানের দিন চলে যায় অতীতকালের খুঁত ধরেই।
এবার বরং সে সব থামুক, ভুল যেগুলো গেছেই ঘটে,
সেসব ভুলে নতুন পথের ম্যাপ রেখে দিই বুকপকেটে।
নুইয়ে পড়া বুড়োর স্বভাব, মেনে এবং মানিয়ে নিয়ে ,
অতীত কত ভালো ছিলো, জাবর কাটে রোজ তা দিয়ে।
সমকালের খামতিগুলোয় মানছি লাগে ভ্যাবাচ্যাকা
তাই বলে কি থামিয়ে দেবো সুদিন আসার স্বপ্ন দেখা?
চুয়ান্ন হোক বা চুরাশি, জাবর কাটার না হই ন্যাকা,
গড্ডলিকার গাড্ডাতে নেই, শিরদাঁড়া ঠিক বইবো একা।
চ্যালেঞ্জ দিলাম সময় তোকে, বয়েস দিয়ে নুইয়ে দেখা।