বৃক্ষ আছে, বৃক্ষে সেই পাখিটিও আছে।
কী কী দেখতে পাচ্ছ হে অর্জুন?… গুরু শুধোলেন।
ইয়ে স্যার, কে বা কারা যেন
এ পাখির মুণ্ডুটাকে গায়েব করেছে।
আমি জানি ‘শুধুমাত্র চোখই দেখছি’
বলতে হবে, ফুল মার্কটার্ক পেতে গেলে।
বিশ্বাস করুন স্যার,
মাথামুন্ডুহীন এ পাখির চোখ আমি
দেখতে পাচ্ছি না।
অথচ সময় এল শরসন্ধানের
সমাসন্ন পরীক্ষাটি দিতে তো হবেই।
নোটিশ এসে গিয়েছে
ফাইনাল চার্জশিট দেবার।