বিচার চাই!
বিচার চাই?
মাফ করে দে, এ প্রক্রিয়ায় জলদি করার ফিচার নাই।
যা পেছনে লাইনে দাঁড়া
গুনতে থাকিস উকিল-ভাড়া,
মোকদ্দমায় জমবে ধুলো,
ক্যালেন্ডারের বছরগুলো
বদলাবে ঠিক ঘড়ির মতো,
এক দুটো পাস এই যে তারিখ সেটাই কপাল যথেষ্ট তো।
বিচার চাই!
বিচার চাই? নাচার ভাই,
আমরা সবাই ব্যাঘ্র বটে, কিন্তু সীমা খাঁচার ভাই,
হালুম শুনে মালুম হবে বলবে ‘গেলুম’ দুষ্টু লোক,
সিংহাসনের ন্যাওটা হলে ‘মিঁয়াও’ বলে গিলবো ঢোঁক,
বুঝতে হবে মাইনে এবং পদোন্নতি জন্যে কার,
জানতে হবে বেকায়দাতে ট্রান্সফারে কার সিগনেচার,
নেকনজরে থাকতে গেলে,
হতেই হবে লক্ষ্মী ছেলে,
ঘোলাজলের সুযোগ বুঝে মৎস্য খুঁজে ধরছি তা,
দেখতে গেলে চলবে কী আর
চাইছে বিচার ধর্ষিতা!
বিচার চাই!
বিচার চাই? চিল্লে কাঁচা ঘুম ভাঙালি,
কী চাস ভাই?
দু এক কুটো যা দিয়েছি, চিবাস তাই।
ধৃত যে লোক বলছে জোরে ও করেছে,
তাও কিছু লোক বিচার চাওয়ার গোঁ ধরেছে,
এর বেশি আর এগোয় দেশে কোনটুকু বল,
বিশাল বড় কোর্টে খেলে ওইটুকু বল,
কার পায়ে তা হচ্ছে ড্রিবল,
জানার মতো ডেয়ার-ডেভিল
কে বা আছে,
গা বাঁচিয়ে মুখ নামিয়ে সবাই বাঁচে,
যেটুক পেলি, ভিক্ষে নিয়েই তাই যা ফিরে,
নয়তো অনেক পোষ্য আছে এখন ভিড়ে,
কখন কাকে সরিয়ে দেবে টের পাবিনা..
যা ঘরে যা, মেয়ের জন্য আর দাবী না।
বিচার চাই!
বিচার চাই?
যা বাড়ি যা, এখন স্কুলে সংবিধানের টিচার নাই,
পথে নেমে চিল্লালে ঠিক এবার দেবো দু-চার ঘা-ই!
কাজ রয়েছে কত পড়ে,
ঘড়ির কাঁটা আস্তে ঘোরে,
বছর দশেক কাটুক আগে,
আসতে পারে বিচার ভাগে,
জাস্টিশিয়া’র চোখ খুলেছে , তার মানে নয় দেখছে সে,
কোটি তিনেক মামলা ভারে ভুঁয়ের দিকে বেঁকছে সে,
তারই মাঝে টিমটিমে এক মামলা তোমার কন্যাটির,
বিচার চাওয়া কত লোকের
দেখলো চিতা গঙ্গা-তীর,
নেই তো কোনো হিসেব তার!
ধর্ষণ-খুন এমন কী আর পাবে কোনো বিশেষ ছাড়!
সবখানে আজ বন্ধ দ্বার,
বল রে এবার মিছিল করে চাইবি কোথায় বিচার ছাই?
তবুও কিছু মূর্খ মানুষ,
ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ মানুষ,
দেশের লোকের ফেরাতে হুঁশ
চলছে হেঁকে ‘বিচার চাই!’
ব্যর্থ জানি, সে ভিড় তবু আমার মতো বোকার ঠাঁই।
বিচার চাই! বিচার চাই!