না আঁচালে বিশ্বাস নেই ! তাও বলতেই হবে এটা খুব ভালো খবর !
বিভিন্ন সংবাদমাধ্যমে যে তাবিজ, বশীকরণ কবচ, স্বপ্নাদিষ্ট লকেট, গ্রহের প্রতিকারের গ্যারান্টিযুক্ত নবগ্রহ আংটি বা মদিনার-মাটি-মাখা-মাদুলি আর সর্বরোগহর মালিশ বা ক্যাপসুল, ডায়াবেটিস থেকে ক্যান্সার সারিয়ে দেওয়ার গোপন-গবেষণা লব্ধ অব্যর্থ ওষুধ বা টাকে চুল গজানোর আর তিন দিনে ফরসা করার আশ্চর্য মলমের বিজ্ঞাপনী দামামা;
আর টিভি র পরদায়, ইন্টারনেট-ইউটিউবের জালে বেদ, বাইবেল বা কুরানের ঠিকাদার স্বঘোষিত বাবাজী, মাতাজী, মৌলভি, রেভারেন্ড, আর জ্যোতিষ-আচার্যদের অলীক কুনাট্য সেগুলি শুধু অনৈতিক নয়, সরাসরি বেআইনি !
ভ্রূণের লিঙ্গনির্ধারণ যে কারণে নিষিদ্ধ ঠিক একই কারণে ইচ্ছে মত পুত্র সন্তান উৎপাদনের বিজ্ঞানবিরোধী, ক্ষতিকারক বিজ্ঞাপন প্রকাশও সার্বিক ভাবে বর্জনীয় !
বেঁটে থেকে লম্বা বা কালো থেকে ফর্সা করার ওষুধের বিজ্ঞাপন সরাসরি Drugs and Magic Remedies (Objectionable Advertisements) Act, 1954 এর পরিপন্থী।
কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত খবরের কাগজে, টিভিতে, ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি ফর্সা হবার ক্রিমের বিজ্ঞাপন!
প্রেসক্রিপশন লাগে এমন কোনো ওষুধের বিজ্ঞাপন দেওয়া যায় না ! তবুও রমরমিয়ে চলছে দাদের মলমের চটকদার বিজ্ঞাপন !
মর্গ্যান স্ট্যানলির হিসেব মতো ভারতে প্রতি একশজন ক্রিম/মলমের ক্রেতার প্রায় অর্ধেক সংখ্যক মানুষ কেনেন ফর্সা হবার ক্রিম হিসেবেই !
এবার আইন কড়া হচ্ছে !
৫ বহরের কারাদন্ড আর পঞ্চাশ লক্ষ টাকার জরিমানার ব্যবস্থা থাকছে নয়া আইনে !
(বর্তমান আইনে প্রথম অপরাধের শাস্তি জরিমানা ছাড়া বা জরিমানা নিয়ে ৬ মাসের কারাবাস, দ্বিতীয় বারে ১ বছরের কারাবাস।
প্রস্তাবিত সংশোধনীতে প্রথম বারের শাস্তি ২ বছরের কারাবাস ও ১০ লক্ষ টাকা জরিমানা। আবার একই অপরাধের শাস্তি ৫ বছর অবধি কারাদন্ড এবং ৫০ লক্ষ টাকা অবধি জরিমানা।)