সি এম আর আই-তে প্রসূতি মৃত্যু ও ডাক্তারের ওপর আক্রমণ আজ ২০শে ফেব্রুয়ারী, ২০২০
যে কোন মৃত্যু অনাকাঙ্খিত এবং দুঃখজনক, বিশেষ করে প্রসূতি মায়ের।
কিন্তু কোন ঘটনাতেই চিকিৎসকের গায়ে হাত তোলা বা হিংসার পথ নেওয়া কোনভাবেই গ্রহণযোগ্য নয় !
চিকিৎসকের উপর কোনো রকমের আক্রমণ সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।
আইনের পথে না হেঁটে, আইনরক্ষক এবং কর্তৃপক্ষের সামনে এই ধরণের ঘটনা অবাঞ্ছিত এবং দুঃখজনক !
কর্তৃপক্ষ এবং আইনরক্ষকদের কাছে দাবী জানাবো চিকিৎসকের সার্বিক নিরাপত্তার ।
এই ধরণের আক্রমণ ডাক্তারদের ঝুঁকিপূর্ণ রুগীর চিকিৎসা করতে ভীত অথবা নিরাসক্ত করে দেবে যা সমাজের পক্ষে ক্ষতিকর।
Team WBDF
রোগী মৃত্যু অবশ্যই দুঃখজনক l কিন্তু চিকিৎসকদের আক্রমণ করা এখন একটা নিয়মে দাঁড়িয়ে যাচ্ছে l ফ্রি ফর অল!?…… এর পরে হয়তো কোনও মেধাবী ছাত্র-ছাত্রী ডাক্তারী পড়ার আগ্রহ হারাবে l তখন মানুষ কোথায় দাঁড়াবে!?
Great content! Super high-quality! Keep it up! 🙂