চীনদেশি করোনায় সব দেশে কম্প
রোগীর সংখ্যা রোজ বাড়ে দিয়ে লম্ফ
ভাইরাসে ত্রাহি ত্রাহি ইউ এস ফ্রান্সে
ঢুকে যদি পড়ে কোনো পেয়ে যাওয়া চান্সে
মহামারী হয়ে গিয়ে ক্ষতি হবে বিস্তর,
কোয়ারান্টাইন তাই অতি কড়া ত্রি-স্তর
ওষুধটি জানা নেই, টিকা আজও অধরা
ছোঁয়াচ বাঁচিয়ে তাই ঘুমহীন প্রহরা
এর আগে আসেইনি এ জীবাণু বিশ্বে
বোঝা তাই ভারী দায় কতখানি বিষ সে
মারক করোনা নিয়ে তথ্যের অভাবে
দুনিয়া ব্যর্থ আজ যুতসই জবাবে
WHO থতমত খেয়ে রেড অ্যালার্ট দিচ্ছে
রোজ ভাইরাস আরো প্রাণ কেড়ে নিচ্ছে
কেউ যদি রসিকতা করে এই সময়ে,
জেনো সে মানুষ নয়, মাথা ভরা গোময়ে।
করলো কে? রোসো রোসো, জেনে রাখা দরকার
নিদারুণ রসিকতা করেছেন সরকার।
ভারতের ছাপ মারা আয়ুষের দপ্তর,
বলেছেন করোনাকে মারা যাবে সত্ত্বর,
যেমন ভল্ডেমর্ট মরে হ্যারি জাদুতে
অ্যাডাভাক্যাডাভ্রা পারেই না গা ছুঁতে,
সেরকমই ঔষধে করোনারও বিধি বাম
‘পার্শ্বে রাখিও সদা আর্সেনিকাম’
ইউনানি হেকিমিতে আছে নাকি টোটকা,
আয়ুর্বেদেও নেই কোনোখানে খটকা,
করোনা এদেশে এলে হবে তার মরণই
আয়ুষ সামলে দেবে টলোমলো তরণী,
বাকি দেশ দেখো তবু আঁধারেই হাতড়ায়,
আয়ুষ দিশারী আজ নিরাময় রাস্তায়।
যদিও জীবাণুটাকে আগে কেউ দেখেনি,
তাই বলে পুরাতন কেতাবে কি লেখেনি,
করোনা বা করোনারি, সব রোগ সারবেই,
জেনে রেখো এ ব্যাপারে আয়ুষের হার নেই।
রসিকতা না হয়ে যদি হয় সত্যি,
আর তবে দেরি নয় করা একরত্তি।
যারা এই ওষুধের দিয়েছেন ফরমান,
তাঁদের প্রাপ্তি হবে নোবেলের সম্মান,
শুধু এ ওষুধ নিয়ে উঠে পড়ে বিমানে,
সত্ত্বর চলে যাওয়া চাই ওই উ-হানে,
ওইখানে লোক মরে , বেড়ে চলে করোনা,
যাও হে আয়ুষ গিয়ে হাল তার ধরোনা,
কত লোকে বেঁচে যাবে , নাম হবে ভারতের
খ্যাতি পাবে, নাম হবে, টাকা পাবে আরো ঢের
কই দেখি লিস্টিটা, যেতে রাজি কোনজন,
কপালে তিলক কেটে করি তবে আয়োজন?
আর যদি নাই গেলে, করোনা’র শহরে,
একটি প্রতিশ্রুতি মুখ ফুটে কহো রে
করোনায় ভোগে যদি মন্ত্রীর অমুকে,
শুধুই আয়ুষ দেবে মন দিয়ে ও মুখে,
আর্সেনিকাম যেন খেয়ে সব আমলায়
হাসিমুখে করোনার মহামারী সামলায়।
তা যদি নাই পারো, ভয় পাও সেসবে
তবে সে ওষুধ দিয়ে জনতার কি হবে?
নিরাপদ রোগ খুঁজে বিজনেস ধরো না,
মহামারী নিয়ে বাপু ছ্যাবলামি কোরো না।