বিবর্তন নিয়ে শেষ যে বাংলা বইটি এই বাংলায় বহুপঠিত হয়েছিল, সেটি ষাট বছরের বেশি পুরনো। অথচ বিবর্তন বিজ্ঞান গত ছয় দশকে সম্পূর্ণ বদলে গেছে।
ডারউইনের প্রাকৃতিক নির্বাচন আর জেনেটিক্সের মিলন কেমন করে নব্য ডারউইনবাদ জন্ম দিয়েছে, সেটা বিজ্ঞান শাখার কলেজ পড়ুয়ারাও অনেকেই হয়তো ভালভাবে জানেন না। আর সেক্সুয়াল সিলেকশন সম্পর্কে আমাদের পুরনো ধারণা হল, এটি বোধ করি A মার্কা জিনিস, আর বাঙালি, কে না জানে, চির নাবালক!
এমন অবস্থায় বিবর্তন নিয়ে একটি পূর্ণাঙ্গ বই লেখার চেষ্টা করেছেন ডা জয়ন্ত দাস। ডা জয়ন্ত দাস চর্মরোগবিদ, স্বাস্থ্য পত্রিকা স্বাস্থ্যের বৃত্তে-র অন্যতম সম্পাদক, এই ওয়েবম্যাগাজিনের সম্পাদকমণ্ডলীর সদস্য। এই লেখাগুলির বেশ কয়েকটি আগে সামাজিক মাধ্যমে লেখা। ডক্টরস ডায়ালগে শেয়ারও হয়েছে৷ উচ্চপ্রশংসিত হয়েছে।
সরস ও আজকের জেনারেশনের উপযোগী ভাষায় বিজ্ঞানের শেষতম আবিষ্কার নিয়ে লেখা সহজ কাজ নয়। চেষ্টা করেছেন ডা দাস। পেরেছেন কিনা বিচার করবেন পাঠক-পাঠিকারা।
বইটির মুখবন্ধ লিখেছেন জিনবিদ্যার বিশিষ্ট অধ্যাপক পার্থ মজুমদার। সুলেখক আশীষ লাহিড়ীও তাঁর মতামত জানিয়েছেন।
বইটির দাম (৫০০ টাকা) অবশ্য একটু কম করা গেলে ভালো হ’ত।
বইটি পাওয়া যাচ্ছে গাঙচিল, কলেজ স্ট্রিট মার্কেট, বর্ণপরিচয় (দোতলা), স্টল নং সি (পি) 6। গাঙচিল থেকে নিজে গিয়ে বা কুরিয়ারে নিলে কিছুটা ছাড় মিলবে। অবশ্য কুরিয়ারে নিলে 60 – 70 টাকা কুরিয়ার চার্জ লাগবে। ফোন 03322410404 (দুপুর 1 টা থেকে 7টা) WhatsApp no 9432991530