নিজেদের বই ‘অবেদন’ সম্পর্কে সামান্য ক’টা কথা।
একজন নিষ্ঠাবান ও সংবেদী চিকিৎসকের গল্প। গ্রামের ছেলের জনপ্রিয় ব্যথা-বিশেষজ্ঞ হয়ে ওঠার গল্পও বলা যেতে পারে। একাধারে প্রতিষ্ঠান বিরোধী। আবার অন্যদিকে ‘পেইন ইন্সিটিউট’ নামক এক গঠনমূলক প্রতিষ্ঠানের জন্মদাতা। তীব্র রাজনৈতিক মানুষ হয়েও রাজনীতির রুক্ষ পরিসরে আনেন সংযমের সাধনা, অহিংস মনোভাব, ভালোবাসার বাতাবরণ। দেন একে অপরের পাশে দাঁড়ানোর প্রত্যয়। ব্যতিক্রমী ব্যথা বিশারদের বর্ণময় পথ চলার সংক্ষিপ্ত ধারাবিবরণী, আমাদের এই বই ‘অবেদন’।
ভাষা দিবসে আজ প্রকাশিত হলো সুবর্ণবণিক সভাঘরে এক মনোজ্ঞ অনুষ্ঠানে।
পারলে পড়ে দেখবেন।
সহলেখক: অনুপ ধর
প্রকাশক: প্রণতি প্রকাশনী