★
টিকে রয়েছিস দিব্যি আছিস এ’রম থাকার জন্যেই
কার্নিভ্যালের হল্লা লীলাটি। কলকাতা তোর মন নেই?
এই রাজ্যেই অন্য কোথাও প্রবল হরপা বানে…
ভেসে চলে গেছে, মরেছে মানুষ… ব্যথা নেই তোর প্রাণে!
আলোকবর্ষ দূরে বুঝি সেটা? তুচ্ছ মালবাজার…
মধ্যে রয়েছে… ছশো তেত্রিশ অন্ধ কিলোমিটার।
অবহেলা মাখা প্রায় ছশো দিন কাটল অবস্থানে,
চাকরি এখনও তবু যে অধরা, কলকাতা সেটা জানে।
ছলনায় ভরা মোহন মন্ত্রে মগজ দখল হবে
লাল নীল আলো… গলা কাঁপানোর উৎসবে উৎসবে।
দাসখত লিখে মৃত্যুর দিকে ছোটা উৎসবজীবী,
এর পরও তুই সংস্কৃতিমান, এই পরিচয় দিবি?
মতিচ্ছন্ন আমার শহর, কাবার্ডে কঙ্কাল!
ফাঁকা করোটিতে, হাততালি দেয় বেহায়া কার্নিভাল।
★
ফাইল চিত্র