মা মেরি, তুমি কি জানতে,
বিশ্বের সব প্রান্তে…
তোমার ওই ছেলে… নির্ভীক ভাবে… সব অন্যায় রোখে!
সেই ছেলেকেই মেরে কে
টাঙায় তীক্ষ্ণ পেরেকে…
তাদেরকে চেনো? কে মারল সেই ঈশ্বরপুত্রকে!
স্বর্গ চিনতে চেয়ে
মুছে যায় ছেলেমেয়ে
তুমি হে মা মেরি, হে পবিত্রতা…কিছুই পাওনি টের?
জোয়াল টানতে টানতে
স্বপ্ন দেখে দিনান্তে!
তুমি চিনলে না সেই মুখ গুলো… জেদি ছেলেমেয়েদের।
আসলেই তুমি নেই
তাই বুঝি এখানেই
তোমার ছেলেকে, তোমার মেয়েকে বাঁচাতে চেয়েছে যে
তাকেই নির্বিচারে
স্ট্র না দিয়ে অনাহারে
গণতান্ত্রিক সভ্য রাষ্ট্র আজ খুন করেছে