আয় বৃষ্টি ঝেঁপে,
শিরদাঁড়া দ্যাখ মেপে,
ভিজতে ভিজতে লড়ছে কেমন আমার ছেলেমেয়েরা
আয় রে আয় নিম্নচাপ,
ভাই খুলেছিস কোথায় খাপ,
একজনকেও পারিস যদি ধর্না থেকে ফেরা।
দরকারে যোগ কর না ঝড়,
চাইছে বিচার আর জি কর,
সেই দাবীকে আর্জি ভেবে করিস না তুই ভুল,
ঢাল ভাঁড়ারের সবটা মেঘ,
কম হবে না এই আবেগ,
ন্যায় না পেয়ে ওই জমায়েত নড়বে না একচুল।
মাটির মেঝে, তারার ছাদ,
চোখের থেকে নিদ্রা বাদ,
চাইতে বিচার আজকে এসব প্রাত্যহিকীর অভ্যাসে,
আনবে ওরা ভোর কাছে ,
জল যা আছে তোর কাছে,
সব ফুরালে ভাবিস ওদের কোথার থেকে দম আসে।
আকাশ ভেঙে হান না বাজ,
আমার মেয়ের কান্না আজ,
আগুন হয়ে ছড়িয়ে গেছে একটা গোটা দেশ জুড়ে
যতই কেন বৃষ্টি ঢাল,
হবে না পা টালমাটাল,
ওরা জানে, ন্যায়বিচারের লক্ষ্য আজও বেশ দূরে।
কোথায় লুকায় ভিলেন সব,
যাদের হেতু মেয়েটা শব,
ছেলেমেয়েরা করবে তা বের গোলকধাঁধার শেষ ঢুঁড়ে।
আয় বৃষ্টি ঝেঁপে,
ওঠেন রাজা কেঁপে,
যে চাল চালেন, তাঁরই কাছে আসছে যে তার রেশ ঘুরে।
আহা!