(বিরুদ্ধ মত প্রকাশের আগেই গৃহীত )
৩রা এপ্রিল, ২০২১-এর কেস টোটাল 89129 আর মৃত্যু সংখ্যা 714, মৃত্যুহার 0.8% মতো।
একভাবে প্রতিদিন ক্যান্সার, টিবি, হার্ট অ্যাটাক, স্ট্রোক, দূর্ঘটনা জনিত মৃত্যু, বাচ্চাদের ফুসফুস সংক্রমণ, ডায়েরিয়া, নব জাতক শিশু মৃত্যুর সংখ্যা একটা পোর্টালে আপলোড করা যদি হতো তবে দেখা যেতো তার চিত্র ভয়ানক।
এবার আসি ভারতের ক্রুড ডেথ রেট। 2021 এ ক্রুড ডেথ রেট হল 7.344 প্রতি 1000 জন মানুষে। ডেথ রেট হিসেব হয় সারাবছরের মৃত্যু সংখ্যা বছরের মধ্যবর্তী সময়ের সমগ্র জনসংখ্যার বিচারে।
সেই হিসাবে একটা মোটামুটি হিসেব আসে প্রতিদিন এই মুহুর্তে ভারতের মৃত্যু সংখ্যা 260,000 বা তার আশেপাশে। এবার করোনার মৃত্যু সমগ্র মৃত্যু সাপেক্ষে দাঁড়ায় তাহলে ওই মোটামুটি 0.27%। প্রতিটি মানুষকে এই মুহুর্তে ভ্যাকসিন দেওয়া চলছে। তাতে আশা করা যাচ্ছে আরো ডেথ রেট কমবে।
কাজেই বাজার গেলে মরবি, চা খেলে মরবি, ভোট করলে মরবি এসব বলতে আমি অন্ততঃ পারছি না।
চোখের সামনে বাকি 99.73% মৃত্যুর পরিসংখ্যান যদি জ্বলজ্বল করে তো কেমন লাগবে?
সবাই মাস্ক পড়ুন। সাবধানে থাকুন এটা আবশ্যক।
কিন্তু করোনা যেন রাষ্ট্রের ভয় দেখানোর, সবকিছু কে থামিয়ে দেওয়ার অস্ত্র না হয়ে ওঠে খেয়াল রাখতে হবে।