কোভিড কিন্তু চলে যায় নি।
কয়েকটা তথ্য চোখের সামনে রাখা ভাল।
১। গতকাল বিশ্বজুড়ে ৭১১২৫৫ জন আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে, যা এ যাবৎ পাওয়া সর্বোচ্চ দৈনিক সংক্রমণ সংখ্যাগুলির কাছাকাছি ।
২। গতকাল সারা বিশ্বে কোভিড জনিত কারণে ৬৫৪৯ জন মারা গেছেন, যা দৈনিক মৃত্যুর নিরিখে অনেকটাই নিচের দিকে।
৩। নতুন রোগীদের বেশির ভাগই মার্কিন যুক্তরাষ্ট্র (১,৪৪,৮৭১)ও ইংল্যান্ড (৮৮,৩৭৬, এযাবৎ দৈনিক সর্বোচ্চ) থেকে।
৪। তবে প্রায় পুরো জনসংখ্যার একটা বড়ো অংশ (আমেরিকায় ৬১ % ও ইংল্যান্ডে ৭০%) সম্পূর্ণ ভাবে টিকাপ্রাপ্ত বলে মৃত্যুমিছিল আর চোখে পড়ছে না।
৫। ভারতে গতকাল প্রায় আটহাজার (৭৯৯৪) নতুন আক্রান্তের সন্ধান মিলেছে যা ঠিক তার আগের দিনের চেয়ে ১৪ % বেশি ।
৬। ভারতে এযাবৎ ১৩৫.৬ কোটি মানুষ টিকা পেয়েছেন। কিন্তু দুটি টিকা পেয়েছেন ৫১ কোটি ৭৫ লক্ষ ৫৮ হাজার ৩জন যা সমগ্ৰ জনসংখ্যার কেবলমাত্র ৩৮.৪% ।
৭। পশ্চিমবঙ্গে এখনো সংক্রমণ হার ১.৭৯%।
৮। কলকাতায় গতকাল ২১৬ জন নতুন আক্রান্তের সন্ধান মিলেছে।
৯। ওমিক্রন অত্যন্ত সংক্রামক এবং বিশ্বজুড়ে (ভারতে এই মুহূর্তে ৮০ জন আক্রান্ত) ছড়াচ্ছে দাবানলের মত, তবে এই মুহুর্ত অবধি তার থেকে সঙ্কটজনক অসুস্থতা বা মৃত্যুহার খুবই কম ।
১০। মাস্ক, শারীরিক দূরত্ব, অন্যান্য কোভিড বিধি পালন ও বিশ্বজুড়ে সার্বিক টিকাকরণ এই মুহূর্তে জরুরি ।
১১। সামনের সারির কোভিড যোদ্ধা এবং জনসংখ্যার দুর্বলতর অংশকে অবিলম্বে টিকার বুস্টার ডোজ দেওয়া উচিত।
আতঙ্ক ছড়াবেন না ।
সচেতন থাকুন ।
কোভিড কিন্তু চলে যায় নি ।