মাস্ক ছাড়বে কি চিবুকে নামাবে,
জ্বর বলে কারা কতটা কামাবে,
কথায় সেসব উথলিয়ে নিয়ো অবসরে যত ইচ্ছে,
লড়াই এখনো হয়নি যে শেষ,
অগোছালো হলে শেষ হবে দেশ,
এই সব শুনে তেড়ে বলে দিও বোকা পেয়ে ঢপ দিচ্ছে,
তবুও হে দাদা, ওগো দিদিভাই,
মেনে চলো ওই বোকা বিধিটাই,
যত গালি দিয়ে বলো সরকার ভ্যাক্সিনে ভোট খিঁচছে,
টিকা নিতে বাপু কোরো না কো দেরি,
বিরোধিতা করে বাজাও যে ভেরী,
ফুঁকতে তা দম লাগে যতটুকু রোগ তাকে কেড়ে নিচ্ছে,
যত পিকনিক সভাতে মেলাতে,
মাঠে ভিড় করা তাবত খেলাতে,
কার বডি কম অ্যান্টিবডিতে ভাইরাস ঠেকে শিখছে।
যত কম হোক করোনা সংখ্যা,
বাজিও না তাতে বিজয় ডংকা,
দুটো টিকা পাওয়া লোকেরও নথিতে সেরোপজিটিভ লিখছে,
ইউরোপ আজ হয় ছারখার,
আই সি ইউতে ফের হাহাকার,
আমাদের দেশ যে কোনো সময়ে নিতে পারে সেই দিক যে,
বার বার বলে সব ডাক্তারে,
নির্মূল হলে বংশে ও ঝাড়ে,
তবে এই মারী শেষ হলো বলে ঘোষণা করাটা ঠিক যে।
হয়তো হবে না করোনার ঢেউ,
অথবা আসছে, জানেইনা কেউ,
যতদিন কারো প্রিয় মনে করে শূন্য চোখেরা ভিজছে,
ততদিন সাধু, থেকো সাবধানে,
তুলো খুলে তেল দিও দুইকানে,
হতে পারে মনে জ্বর নয়, ভয় খুশি আর হাসি পিষছে,
তবু গুরু বলি একটা জীবন,
খামোখাই রিস্ক নেওয়া অকারণ,
মাস্ক পরে গেলে করোনা ছাড়াও দূরে দূষণেরও বিষ যে।
মনে রেখো সেই ট্রয়ের ঘোড়াকে, যুদ্ধের শেষ ভাবা ছিলো তাকে,
বোঝাই যায়নি আদতে তা নয় ,শত্রু বোঝাই চিজ সে,
তুমি মনে ভাবো এখন শান্তি, ভাইরাসও চায় হোক সে ভ্রান্তি,
হয়তো অদূরে আগামী যুদ্ধ নীরবে দামামা পিটছে।
সে আওয়াজ তুমি শোনো বা শোনো, যুদ্ধটা শেষ হয়নি এখনো,
বর্ম ছাড়ার চেষ্টা কোরো না, করুক যতই ইচ্ছে।
অবশ্য জানা আছে বহুকাল, অসুখের তবু বহু আছে ঢাল
গোয়ার্তুমি বা বোকামির মারী ছড়ায় বিনা চিকিচ্ছে..