আইসিসিইউতে ভর্তি গুরুতর অসুস্থ বাবা, অসুস্থ শয্যাশায়ী মাকে রেখে আজই কালিম্পঙ্গ হাসপাতালে কাজে যোগদান করেছেন ডা অরুণাচল দত্ত চৌধুরী।
সরকারের অমানবিকতা কোন জায়গায় পৌঁছাতে পারে তার নজির ডা দত্ত চৌধুরীর সাসপেনশন। এখনও বিভাগীয় তদন্তের রিপোর্ট আসেনি। তার সাসপেনশন পিরিয়ড কি হবে, তিনি ওই সময়কার প্রাপ্য পাওনা কবে পাবেন কিছুই সরকার জানায়নি। সাসপেনশন প্রত্যাহার করার পর তাকে পোস্টিং দেওয়া হয়েছে কালিম্পং এ, যখন কিনা তার অবসর হতে আর মাত্র ৪ মাস বাকী।
সারা রাজ্যের চিকিৎসক সমাজ, জনগণ, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং মানবাধিকার কর্মীরা “জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস” এর নেতৃত্বে তাঁর কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছেন। আজকে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস এর পক্ষে এক বড় প্রতিনিধি দল স্বাস্থ্য প্রশাসকদের ( ডিএইচএস এবং স্বাস্থ্য কমিশনার ) সঙ্গে দেখা করে….
১. ডাঃ অরুণাচল দত্তচৌধুরীর এই দীর্ঘ্য অন্যায় সাসপেনশনের তীব্র প্রতিবাদ করা হয়।
২. তাঁর বাকি থাকা চাকরি জীবন যেন সম্মানজনক হয় এবং আর কোনো অমানবিকতার স্বীকার হতে না হয় সেটা নিশ্চিত করার দাবী জানানো হয়।
৩. দ্রুত বিভাগীয় তদন্তের রিপোর্ট প্রকাশ করে সাসপেনশন পিরিয়ড সম্বন্ধে সংবেদনশীল সিদ্ধান্ত নেওয়ার দাবী জানানো হয়।
৪. তার প্রাপ্য পাওনা ( বকেয়া সমেত ) অবিলম্বে দেওয়ার দাবি জানানো হয়।
প্রশাসকরা আশ্বাস দিয়েছেন… তবে আশ্বাস বাস্তবায়িত হয় কিনা তা ভবিষ্যৎ ই বলবে।
আজ স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে যায় মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীদের এক বড় দল। অধ্যাপক অর্ণব সেবগুপ্ত সহ ফিজিওলজির ৫ শিক্ষক ও এনাটমির ২ শিক্ষকের ট্রান্সফারের প্রতিবাদে তারা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন দিতে যায়। অধিকর্তার অনুপস্থিতিতে তার অফিসে স্মারকপত্র জমা দেওয়া হয়। জানা গেছে তারা আন্দোলনকে তীব্রতর করবে।
Thanks for yours movement
চিকিৎসক ঐক্য দীর্ঘজীবী হোক।
We, the citizen of w.b are supporting your movement.