সাথী,
আপনারা জানেন সম্প্রতি ন্যাশনাল মেডিকেল কমিশন চিকিৎসকদের জন্য জেনেরিক নামে প্রেসক্রিপশন করা বাধ্যতামূলক করেছে। যাঁরা জেনেরিক নামে ওষুধ লিখবেন না তাঁদের জন্য শাস্তির ব্যবস্থাও রয়েছে।
চিকিৎসকদের প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রক আপাতত ন্যাশনাল মেডিকেল কমিশনের নির্দেশ স্থগিত রেখেছে।
যাঁরা ওষুধের যুক্তিসঙ্গত ব্যবহারের পক্ষে তাঁরা জেনেরিক প্রেসক্রিপশন করার কথা বলেন। কিন্তু বাজারে প্রায় কোনো ওষুধই জেনেরিক নামে পাওয়া যায় না। ডাক্তার জেনেরিক নামে ওষুধ লিখলেও রোগীকে কিনতে হয় ব্র্যান্ড নামের ওষুধ ব্র্যান্ড ঠিক করে দেন ওষুধের দোকানী।
এইসব বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন।
শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ চিকিৎসক সংগঠন, স্বাস্থ্য সংগঠন, বিজ্ঞান সংগঠন ও অন্যান্য গণসংগঠনের এক আলোচনা সভার আহবান করছে আগামী ৮ই সেপ্টেম্বর, ২০২৩, শুক্রবার বিকাল ৪টায় ভারত সভা হলে।
এই সভায় আপনার/আপনার সংগঠনের উপস্থিতি কামনা করি।
ধন্যবাদান্তে
ডা কুশল সেন, সভাপতি
ডা মৃন্ময় বেরা, সম্পাদক
শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ