ভিটে ঘর ছেড়ে এসেছি এদেশে
সোনা ফলিয়েছি মাটি ভালবেসে।
বেড়া জাল ভেংগে বসতি গড়েছি
একটাই চাঁদ। সবাই পেয়েছি।
গোটা পৃথিবীর একটা আকাশ
তবু ভাগাভাগি জল ও বাতাস
উদ্বাস্তু আমি পালিয়ে বেড়াই
এদেশে ওদেশে জোটে নাকো ঠাঁই।
চুরি করিনিকো। ডাকাতি করিনা।
তবু আক্রোশ। কেনো এতো ঘৃণা।
কাঁটা তারে ঘেরা দেশের বিদেশে
আমি আজ নিজভূমে পরদেশে।
চলো জোট বাঁধি মানুষে মানুষে
হাত মুঠি করে লড়াইয়ের বেশে,
নিপাত যাক ওই রাজার আদেশ,
আমাদের মাটি। আমাদের দেশ।