কালীপুজোর জন্য মধ্যমগ্রাম সারা বছর অপেক্ষা করে। কালীপুজোয় মধ্যমগ্রাম পালটে যায়। রূপকথার শহর হয়ে ওঠে।
রূপকথার শহরে আমাদের বোনেরাও থাকুক। তাদের আমরা ভুলছি না। ভুলব না। জয়নগরের ছোট্ট মেয়েটিকে ভুলব না। কৃষ্ণনগরের সদ্য কিশোরীকে ভুলব না। ঘরের পাশে নাটাগড়ের সাহসী ডাক্তার বোনকেও ভুলব না। সব তিলোত্তমারা আলোয় মিশে থাকুক। আমাদের জীবনের আলো হয়ে থাকুক।
উৎসবের দিনেও তাদের মৃত্যুর তদন্তের দাবী উঠুক। দ্রোহের উৎসবে ভয়ের সংস্কৃতি নিপাত যাক।