দোলের ঠিক আগের দিন কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার করোনা ভাইরাসের যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে চিন্তার ভাঁজ চিকিৎসক থেকে সাধারণ মানুষ, সবারই। সেখানে বলা হয়েছে, করোনার সেকেন্ড ওয়েভে একদিনে দেশে ৬২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। ১৬ অক্টোবরের পরে ফের এত লোক একদিনে আক্রান্ত হল। কাল, পরশু আবার উৎসব। করোনার টিকা নিয়ে থাকুন বা না থাকুন, এই দুদিন নিজেদের সাবধানে না রাখলে বিপদ আসতে সময় লাগবে না।
করোনার সেকেন্ড ওয়েভ থেকে সুরক্ষিত থাকতে যা যা করণীয় তা হল- বাইরের থেকে কাউকে এই দিনে রং খেলার জন্য আমন্ত্রণ না জানানো। নিজেও বাইরে কোথাও রং খেলতে না যাওয়া।
আত্মীয়-স্বজনদের মধ্যে হোক কিংবা কোনও ধর্মীয় অনুষ্ঠান, অনেক লোকের সমাগম হলে সেখানে যাওয়া উচিত হবে না।
দোলের কোনও শোভাযাত্রায় অংশ নেওয়া চলবে না। কোনও কোনও রাজ্য সরকার এ ধরনের শোভাযাত্রায় নিষেধাজ্ঞা জারীও করেছে। আমাদের রাজ্যে তা করা না হলেও নিজেকে সতর্ক হতে হবে।
উৎসব পালনের সময়ে বা গেট টুগেদারে কারও সরদি-কাশি বা ইনফ্লুয়েঞ্জার উপসর্গ দেখা গেলে তাকে সেখান থেকে সরে থাকতে বলুন। তিনি তা না করলে নিজে সরে থাকুন।
নিজের হাত ভালো করে না ধুয়ে কোনও খাবার খাবেন না। বাইরের পোশাক পরেও কোনও খাবার খাওয়া ঠিক নয়।
কারও সঙ্গে দেখা হলে আলিঙ্গন করা বা হ্যান্ড শেক করা চলবে না। দূর থেকে নমস্কার জানানোই নিরাপদ।
৬০ বছরের বেশি ও দশ বছরের কম বয়সীদের কোনও অনুষ্ঠানে না যাওয়াই ভাল। কো মরবিডিটি থাকলেও উৎসবে অংশ নেওয়া চলবে না।
সবচেয়ে বড় কথা গত একবছর ধরে যে করোনার প্রোটোকল মানার কথা বলা হচ্ছে তাতে শিথিলতা চলবে না। বাইরে বেরলে বা বাইরে থেকে কেউ দেখা করতে এলে মাস্ক পরতেই হবে। অবশ্যই সেই মাস্কে যেন নাক, মুখ ভাল করে ঢাকা থাকে। বারবার সাবান জল দিয়ে হাত ধুতে হবে। আর বাইরে গেলে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে। এছাড়া শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।