যে কোভিড পজিটিভ, সে পরমবন্ধু তোমার।
সে তার রোগের মুখোশ সরিয়ে বলে দিয়েছে,
তোমার বাড়ানো হাত ছয় ফুট দূরে থমকে দাও,
মুখোশে মুখ ঢেকে তবে কুশল জিজ্ঞাসা করো,
দেখা হওয়ার ঠিক পরে কুড়ি সেকেন্ড সাবানে হাত ধুয়ো।
সে তোমাকে খোলসা করেছে রোগের লক্ষণ ও গতিপ্রকৃতি
কখন হাসপাতালে যাবে আর কখন বাড়িতে,
বুঝিয়েছে কি কি করা উচিৎ নয়
আর ঠিক কি কি করতে হবে,
আর সবচাইতে বড় ব্যাপার,
এই আশাহীন ধুকপুকে ভয়ের আবহে
সে দেখিয়ে দিয়েছে তোমাকে
রোগ এবং মৃত্যুর মধ্যে আপাদমস্তক সাদা পোশাক ঢাকা এক বাহিনী দাঁড়িয়ে আছে,
যারা লড়ে জিতছে শতকরা নিরানব্বই শতাংশ।
অথচ এক শতাংশের ভয়ে তুমি কিনা রোগের বদলে রোগীর সাথেই লড়ে যাচ্ছো!
বন্ধুকে বাদ দিলে বাঁচবে কিভাবে?