বন্ধুতা দিন.. তাই বলে ভাই দেবেন না তা যাকে তাকে,
লগ্নী করা ভরসা যত একখানা ওই বন্ধু ডাকে,
একটিবারও ধাক্কা খেলে শর্তবিহীন সে বিশ্বাসে,
আমৃত্যুকাল আয়ুর থেকে সেই অ-সুখের কুবাস আসে।
বন্ধুতা দিন..সবাইকে নয়, ছাঁকনি ছেঁকে চেনাজানার ,
বুঝতা শিখুন কার হাসিতে সম্ভাবনা গুপ্তহানার।
আপনি যখন খুব অসহায় ,আক্ষরিকই ভূতলশায়ী
দেখুন হাতে কার হাত রাখা শুশ্রুষাতে জীবনদায়ী।
বন্ধুতা দীন.. হয় না মোটেই, পুরনোতে পোক্ত আরো,
তার আলোতে ভরসা রাখুন ঘিরছে যখন আঁধার গাঢ়।
দুঃখ বিষাদ ব্যর্থতাদের খন্দে পড়াই রোজের নিয়ম,
বন্ধু পাশে থাকলে তবু জীবন দেখায় অন্য রকম।
বন্ধু তা দিন.. পারলে দেবেন রোজই ভালোবাসার ওমে,
ব্যস্ত এমন না হন যাতে বন্ধু খাতে সময় কমে।
এ ডিম ফুটে সুখের ছানা নিত্য বেরোয় দেখা হলেই,
সব অসুখী মানুষকে খায় বিষাদ তিনি একা বলেই।
বন্ধুতা দিন.. সাত তো ছাড়ুন, মানিক সে যে সাতশো রাজার
বন্ধুতা দীন.. যারা ভাবেন , তাদের ঘেরে দুঃখ হাজার।
বন্ধু তা দিন, বাঁচিয়ে রাখুন , নইলে হবেন একলা এবং বিরক্তিকর,
বন্ধু তাধিন.. জীবন নামক পুতুলনাচে ভরসা তো সেই সুতোর ওপর।
বন্ধুতা দিন.. রোজই সেদিন, তারিখে যা না নির্ভর।