এ তো বড় রঙ্গ যাদু এ তো বড় রঙ্গ
সত্যি কথা শোনালে পরে,
যাবো তোমার সঙ্গ।
কত বার তো শুনলে ‘সত্যি’,
ফের না যেন শুনি আর।
‘কাজ’ না করে লোক মেরেছে
হাসপাতালের জুনিয়ার।
এতো বড় রঙ্গ যাদু এ তো বড় রঙ্গ
আর একখানা সত্যি বললে,
যাব তোমার সঙ্গ।
এবার ‘সত্যি’ আগের উলটো,
আজব নিয়ম দুনিয়ার,
হাসপাতালে কাজ করে ভাই
লোক মেরেছে জুনিয়ার।
এ তো বড় রঙ্গ যাদু এতো ভীষণ রঙ্গ।
তেমন সত্যি দেখলে বুঝি
রাজাটি উলঙ্গ।
আসফাকুল্লার বাড়ি তছনছ
বাড়িটা নাকি প্যাড-ময়?
খুনীর দেখা চাইল বলে
আসফাকুল্লা ব্যাড বয়।
এ তো বড় রঙ্গ যাদু, এ তো দারুণ রঙ্গ
শেষ সত্যি শেখাও যদি,
যাব তোমার সঙ্গ।
আইন সত্যি, কানুন সত্যি,
অধিক কথা জানো আর।
ভোটও সত্যি। দিয়েছ বলেই,
তোমার শাসক… জানোয়ার।
★