শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ ও সারা বাংলা সবার জন্য স্বাস্থ্য প্রচার কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৫ই জুন ২০২২ ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী হেলথ এসোশিয়েসনের সভাগৃহে।
তার প্রথম পর্বে ভারতে স্বাস্থ্যবীমার গতিপথ, আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য সাথী ও সবার জন্য স্বাস্থ্য নিয়ে বলেন যথাক্রমে ডা কাঞ্চন মুখোপাধ্যায়, দীপঙ্কর জানা, পুণ্যব্রত গুণ ও মৃন্ময় বেরা।