১.
মখমলি ঘাসে
লাল লহুর আল্পনা,
ধিক্!তোমাদের।
২.
আর কত রক্তে
মলিন করবে মন,
কিছু প্রেম দাও।
৩.
ঘর উজাড়
কান্নার কলরোলে,
ব্যথিত মন।
৪.
এ কোন্ ধর্ম ?
হিংসা উন্মত্ততা,
গুলিস্তা কই?
৫.
মারণ খেলাতে
অতিথির সৎকার!
ধিক্, ধিক্, ধিক্!
২৩ এপ্রিল,২০২৫
কাপুরুষতার প্রতি রইলো সুতীব্র ধিক্কার।
সত্যিই শত কোটি ধিক। সপ্তাহ দুই আগে যে উন্মুক্ত দিগন্ত প্রসারী সবুজ মাঠে নিজে আনন্দে গড়াগড়ি করে এসেছি। সেই একই মাঠে একদল দুষ্কৃতীর দ্বারা মৃতদেহের গড়াগড়ি। ভাবা যায়না। গা শিউরে ওঠে।