আজ অবধিও বেঁচেই আছি মুখোশ পরে… পালিয়ে।
কেউ ভেবে নেয় বড্ড চালাক। হয়তো ভাবছে জালি এ।
স্বার্থপরের মতন বাঁচছি। বেঁচে থাকাই সাধনা!
একটা মাত্র জীবন বাপু। বাঁচাটা অপরাধও না।
সহজবোধ্য… যাচ্ছে যারা, তারা তেমন চালাক না!
বুদ্ধি থাকলে আমার মত মুখ লুকিয়ে পালাক না!
পাড়ায় করছে সেবা। যেথায় মৃত্যু মিছিল হয় গোণা!
টেলি-মেডিসিনের আড়াল ওদের জন্য হয়তো না।
সতর্কতা? থাকলেও তা… বাজলে মৃত্যু রাগিনী
লখিন্দরের বাসর ঘরে ঢুকবেই কালনাগিনী।
সব জেনেও মরতে গেছিস। মরার বুঝি এতই সখ!
মানুষ তোকে রাখবে মনে ভাবলি বোকা চিকিৎসক?
আমার মেয়ে, আমার ছেলে মৃত্যু ভেলায় যায় দূরে!
যতই তোদের ভাবছি বোকা। ভেতর কিন্তু যায় পুড়ে।
দুরন্ত। সত্যি ভেতর পোড়ানো কবিতা