❤️
হেলথ্ কেয়ারের খামতি ধরব, আমি তেমন কে হে?
আর তা ছাড়া পচন এখন সারা সমাজ দেহে।
আমায় তোরা যোদ্ধা ভাবিস? লড়াইটি নয় শখ রে!
শহিদ শহিদ ভাব হয়েছে নেহাত পাকেচক্রে।
নেহাত বাচালতার জন্য, খেলাম ভুয়ো কেসটি।
শাস্তিদাতা বোঝেইনি সেই শাস্তি ছিল টেস্টি।
যা চেয়েছি, তাই পেয়েছি। পেয়েছি সাসপেনশন।
বাধ্য হয়েই ফিরিয়ে নিল। এবং দিল পেনশন।
এ সব গূঢ় তত্ত্বগুলি বুঝতে ব্যর্থ শাসক।
জিতবে ওরা যুগ যুগান্ত ফেল হোক আর পাশ হোক।
হেলথ সিস্টেম গিলছে… গিলবে… জিতল যারা ভোটে
আমি আদৌ বিপ্লবী নই, শহিদও নই মোটে।
❤️