মানবসমাজে দেখতে দেখতে আড়াই বছর অতিক্রান্ত Covid-19 রোগ সৃষ্টকারী SARS COV 2 Virus-এর। প্রথম, দ্বিতীয় ঢেউ-এর পর এখন তৃতীয় ঢেউ-এ আবার অশান্ত হয়ে উঠেছে সারা পৃথিবী। তবে প্রাকৃতিক নিয়মেই এই virus-এর শক্তিক্ষয় হচ্ছে আর কালের নিয়মেই এই virus নিজেকে প্রশমিত করে পৃথিবীতে নিজেকে টিঁকিয়ে রাখবে আরো দীর্ঘদিন।
এতদিনে আমরা সকলেই জানি, Covid 19 সৃষ্টিকারী, SARS COV 2 virus টি Corona নামক virus পরিবারের অন্তর্গত। এই Corona virus একটি বৃহত্তর virus পরিবার, যার মধ্যে আমাদের সাধারণ সর্দি কাশি সৃষ্টিকারী virus টিও অন্তর্ভুক্ত। Electron microscope-এ এদের গঠনগত বৈশিষ্ট্যের কারণেই এদের এই নামকরণ। এদের structure-এর বাইরে থাকে spike protein আর centre এ থাকে core Protein। Mutation-এর পরিপ্রেক্ষিতে, spike protein-এর mutation হয় খুব তাড়াতাড়ি, আর তুলনমূলকভাবে core protein টি অনেক stable।
SARS COV 2virus এই আড়াই বছর বয়সকালে প্রায় 30বার mutated হয়েছে আর নিজেকে পৃথিবীতে টিঁকিয়ে রাখার চেষ্টা করছে।
প্রায় নিয়মিত ভাবে নিত্য নতুন পর্যবেক্ষণের সাথে সাথে চিকিৎসা বিজ্ঞানে অনেক নতুন তথ্য উঠে আসছে। এরকমই কিছু পর্যবেক্ষণের ভিত্তিতে বিভিন্ন দেশে গবেষণায় দেখা গেছে,– Common cold virus infection দ্বারা শরীরে তৈরি রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা হলেও Covid 19 virus-এর থেকে সুরক্ষা দিতে সক্ষম। Corona virus-ঘটিত common cold-এ সংক্রমিত হবার পর রোগীর শরীরে কিছু রোগ প্রতিরোধকারী cell /immune cells তৈরি হয়, যাদের বলা হয় memory T cells, এই memory T cells গুলো পরবর্তী কলে আবার common cold corona virus-এর সংক্রমণ থেকে রক্ষা করে। কিন্তু গবেষণায় দেখা গেছে, এই memory T cells গুলো, SARS COV 2 virus-কেও cross recognition-এর মাধ্যমে একটি cross immunity তৈরি করতে সক্ষম। অর্থাৎ একধরনের মৃদু dose-এর natural vaccine বলা যেতে পারে। এই cross immunity-এ কারণেই সম্ভব কারণ, memory T cells-গুলো virus-এর তুলনামূলক ভাবে stable core protein-কে cross recognize করে।
কিন্তু তাই বলে, Covid 19 সুরক্ষায় common cold infection-এর ওপর নির্ভর করা কী ঠিক হবে? না, তা কিন্তু একেবারই নয়।
কারণ মনে রাখতে হবে,—-
1) কেবলমাত্র 10-15% common cold হয় corona virus এর কারণে। আর বা immunity তৈরি করতে সক্ষম। অর্থাৎ একধরনের মৃদু dose-এর natural vaccine বলা যেতে পারে। এই cross immunity এ কারণেই সম্ভব কারণ, memory T cells গুলো virus এর তুলনামূলক ভাবে stable core protein-কে cross recognize করে।
কিন্তু তাই বলে Covid 19 সুরক্ষায় common cold infection-এর ওপর নির্ভর করা কী ঠিক হবে? না, তা কিন্তু একেবারেই নয়। কারণ মনে রাখতে হবে,..
১) কেবলমাত্র ১০-১৫% common cold হয় corona virus-এর কারণে। আর বাকি ৮৫-৯০% common cold হয় অন্য ভাইরাস দ্বারা।
২) শরীরে থাকতে হবে high level-এ cross reactive memory T cells.
৩) এই cross reactive immunity ক্ষণস্থায়ী এবং পুরোমাত্রায় সুরক্ষা দিতে অক্ষম।
তাই এটি গবেষণায় প্রমাণিত একটি hypothesis মাত্রা, যা পরবর্তী কালে vaccine তৈরিতে হয়তো কার্যকরী ভূমিকা নিতে পারে। মনে রাখতে হবে Covid 19 টিকাকরণই Covid সুরক্ষায় এখনও পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র।