কিছু কিছু সমস্যার সমাধানে IVF করতে হচ্ছে বা আর কোনো উপায় বেঁচে নেই তাই এটি একটি অনন্য উপায়-এমনটা এখন খুব একটা দেখা যায় না।
….”সময় নষ্ট করে লাভ নেই তাই একবারে IVF ই করবো ভাবছি।” “আজকাল সবাই করছে, সেলিব্রিটিরাও হামেশাই করছে।”….এসব কথা প্রায়ই শোনা যায়। IVF baby–এটা যেন এখন একটা status symbol। এছাড়া নানান খারাপ অভ্যেস ছাড়া, life style পরিবর্তন করা বা সমস্যার সমাধান খোঁজা, তার নিরাময় সবকিছুই সময় সাপেক্ষ ও এতে যথেষ্ট সদিচ্ছা ও ধৈর্য্যের’ও প্রয়োজন। আজকাল প্রায় পুরো দুনিয়াটাই just one click away…। এই মানসিকতা নিয়েই, সব সমস্যার মতো এতেও fast tract solution পেতে বিশেষজ্ঞের পরামর্শ অনেকসময়ই গৌণ হয়ে যায়। হয়তো মনে গেঁথেই গেছে, এটা রোজনামচার ব্যস্ত জীবনে শর্টকাটে মা-বাবা হয়ে যাওয়ার সহজ পন্থা। IVF করলেই অতো ঝামেলা ছাড়াই চটজলদি হয়ে যাবে।
এর জন্য শুধু বিজ্ঞাপন দায়ী নয়। মানুষের চাহিদা বাড়লে ব্যবসায়ীদের ব্যবসার কৌশলও নিশ্ছিদ্র হবেই–সেটা ethical হোক বা unethical। বিজ্ঞাপন তারই একটি অমূল্য-অবিচ্ছেদ্য অঙ্গ।
আমি যদিও এমন কোনো সহজ সমাধান পেতে IVF করতে উদ্যোগী হইনি,যা হয়েছে ঠিক সময়ে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ীই হয়েছে। তাই নিজের অভিজ্ঞতা থেকে আরোই বলতে পারি–তাড়াতাড়ি সন্তান পেতে, কোনো ন্যায্য কারণ ছাড়াই বা কিছু ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শকে প্রাধান্য না দিয়ে কেবলমাত্র মোহাবিষ্ট হয়ে বা কোনো ফাঁদে পড়ে, প্রথমেই এতো কষ্টকর পথে পাড়ি দেওয়ার কোনো মানে নেই। আবার, এ’কথাও সত্যি–IVF একটি জনপ্রিয় infertility treatment..মূল উপকরণগুলি ঠিকঠাক থাকলে, প্রয়োজন মতো-সঠিক সময়ে করলে, ক্ষেত্র বিশেষে নিশ্চয়ই সুফলও মেলে।
কিন্তু এই ইতিবাচক চিন্তার পাশাপাশি এও মাথায় রাখা জরুরী IVF করা মানেই কোলে বরপুত্র পাওয়া নয়।