চাইছি আমার করোনো হোক।
এটুকু পড়েই উঠোনা পাঠক,
যে নামে যাচ্ছে সাহস শুকিয়ে
চেনা কারো হলে থাকছি লুকিয়ে,
তাকেই ডাকছি আমার শরীরে
কিসের কারণে এমন করি রে
না শুনলে হবো বড়ই দুখী হে।
হলে জেনো ঠিক রয়ে যাবো টিকে,
যম ছুঁয়ে দেবে আশা বড় ফিকে,
এত যে জ্বালাই কথার খোঁচাতে
জীবন ভরেছে গালির গোছা-তে
এত তাড়াতাড়ি মরে যাবো নাকি
আরো গালি খাওয়া নির্ঘাত বাকি
জমে আছে দিন জীবনের হাতে।
লোক চিনবার এটাই উপায়,
আসে যায় যারা রোজনামচায়,
তাদের কাদের থাকবার কথা
কাদের সুতোতে নাচছি অযথা
কাকে দেখে মুখ ঘোরাবো ভাবীতে
কাকে ঘরে নেবো স্নেহের দাবীতে
কোভিডের পরে জানিয়ে দেবো তা।
অকুল পাথার জ্বর হওয়া কালে
কাদের জন্য পানি পাই হালে
অকারণে কারা নালিশ জানায়,
কার ফোন যায় লোকাল থানায়
এসব কিছুর হিসেব থাকুক,
সারবে যথন জ্বরের অসুখ,
বুঝে যাবো কে কে মুর্গী বানায়।
সবাই তখন করবে কি কি,
সে সব মনে রাখবো ঠিকই।
বয়কটে কে আমার বাড়ি,
বলছে কারা দোষ আমারই,
সমস্তটুক রাখবো খেয়াল
উঠছে কোথায় চীনের দেওয়াল
করবে ফারাক বন্ধু এবং বদের ধাড়ি।
চিনবো কারা মাস্ক সরালেও মুখোশধারী।
ভালো লাগলো।