মুখে মাস্ক ছিল আর চোখে মাস্কারা
কোথাও কি মিশেছিল ক্ষীণ আশকারা!
পাহাড়ের নিভে আসা বিকেল বেলায়
তাকে দেখলেই বেশ চিনে নেওয়া যায়।
রাঙা এক ফুলকলি কাজে অবনতা।
দেখেই চিনেছি তোকে… প্রিয় উপকথা!
মুখটা মঙ্গোলীয়। পাহাড়ের গায়…
ঝলমলে ফুল যেন ফুটেছে শাখায়।
মেলায় হারিয়ে যাওয়া সেই আত্মজা
চোখে চোখ বলে, বাবা শেষ হল খোঁজা?
হারিয়ে গিয়েছিলাম… আজ এতদিনে
পাকদণ্ডীতে এলে পথ চিনে চিনে!
কোথায় দস্তাবেজ, কোন সে দেরাজে?
ছেঁড়াখোড়া সে দলিল লাগে কোনও কাজে?
চোখ দেখে, হাসি দেখে লাগলেও চেনা
এত পরে সেই দাবি কেউ মানবে না।
সেই কন্যাকে খুঁজে পাবে না কোথাও।
ঘরে ফেরো, হে ভিখিরি, ঘরে ফিরে যাও!