Community spread হয়ে গেছে, এটাকে আর অস্বীকার করে লাভ নেই। আমাদের মধ্যেই প্রচুর asymptomatic লোক আছেন। কিন্তু তাঁদের ভাইরাস spread করার ক্ষমতা কতখানি, বলা খুব মুশকিল। তাঁর হয়তো কিছু হয় নি, কিন্তু আপনার যে কিছু হবে না, তার কোনও guarantee নেই। সেইজন্য physical distancing, mask and sanitiser ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত সবাই infected হবেন। শুধু সময়ের অপেক্ষা। যদি আপনি একটু দেরিতে infected হন, হয়তো ততদিনে আমরা ভাইরাস সম্বন্ধে একটু বেশী তথ্য জানতে পারব।
আমার নিজের ধারণা lock down আর কোনও লাভ নেই। আমাদের দেশের যেসব লোক অর্ধশিক্ষিত, স্বার্থপর এবং সবজানতা, যারা কোনদিন কোন নিয়মের ধার ধারেনি, তাদের ভয় দেখিয়ে, শাস্তি দিয়ে lockdown করানো যাবে না, মধ্যিখান থেকে চরম আর্থিক অবনতি থেকে আর ঘুরে দাঁড়ানো অসম্ভব হয়ে যাবে।
প্রথমবার যে সুযোগ পাওয়া গিয়েছিল, তার সদব্যবহার আমরা করতে পারি নি। সেই সুযোগ আর ফিরে আসবে না।
এই infection এর প্রধান সমস্যা, unpredictable course. আগে থেকে অনুমান করার কোনও জায়গা নেই। শারিরীক ভাবে সক্ষম একজন ভীষণ অসুস্থ হচ্ছেন আবার নব্বই বছরের বৃদ্ধ ভাল হয়ে বাড়ী চলে যাচ্ছেন। বাস্তব কথা হলো বিজ্ঞানীরা মনে করছেন এর জন্য আমাদের জেনেটিক গঠন দায়ী। মানে Corona হলে শরীর কেমন react করবে, তা আগে থেকে predetermined. আমার body ভীষণ immune, কত bacteria আর virus হজম করে ফেললাম, এই misconception-এ ভুগবেন না।
তাই আরও বেশী মানবিক হন। আপনার প্রতিবেশী infected হলে জানালা দিয়ে গালাগাল করেছিলেন, তাঁকে পাড়া ছাড়তে বাধ্য করেছিলেন। তিনি হয়ত সুস্থ হয়ে ফিরে আসবেন, আপনি যে ভাল হয়ে ফিরবেন, সে কথা জোর দিয়ে বলা যাচ্ছে না।
Lock Down-এর উদ্দেশ্য হল, বর্তমান স্বাস্হ্য ব্যবস্থাকে গুছিয়ে নেওয়া যাতে খুব অসুস্থ রুগীদের
প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া যায়। কিন্তু এই জায়গায় আমাদের দৈন্য ভীষণ ভাবে প্রকাশিত। সত্তর বছর ধরে যে স্বাস্থ্য পরিকাঠাম তৈরী করা গেল না, আজ ৬০ দিনে সেই ফুটোফাটা গুলো চাপা দেওয়ার চেষ্টা করাই বাতুলতা। সেই জন্য উন্নত দেশ গুলো হয়তো বেরিয়ে আসবে, কিন্তু আমরা পারব না। Dengue, malaria-এর মতো seasonal outbreak হয়তো ধামাচাপা দেওয়া যায়, কিন্তু করোনা সামলাতে গেলে যে infrastructure, planning, skill, knowledge ও logistics এবং সর্বোপরি সদিচ্ছার দরকার, তা আমাদের কারুরই নেই। তাই দোষারোপের পালা চলছে, চলবে। আপনার ভরসা আপনিই, কোন দাদা, দিদি অথবা ধর্ম গুরুকে আপনার পাশে পাবেন না।
Vaccine এখন আসবে না। যদি মানব জাতির চোদ্দ পুরুষের ভাগ্য ভালো হয়, তাও মেরে কেটে ৬-৯ মাস। কতটা কাজ করবে তার কোন নিশ্চয়তা নেই। ১৫ আগষ্ট এর লালকেল্লার ঘোষণার ভবিষ্যৎ আমরা দেখতেই পাবো।
তাহলে মোদ্দা কথাটা কী দাঁড়াল?
আপনি বাঁচলে বাপের নাম।
Physical distancing-Mask-Sanitiser নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। ধরে নিন, আপনি ছাড়া সবাই infected.
নাহলে পরের ছয় মাস ঘরে লুকিয়ে থাকতে হবে।
পারবেন কি?
আসুন সবাই বাস্তব কথাগুলো মেনে নিয়ে সবরকম প্রোটেকশন সঠিক ভাবে নিয়ে আমাদের দৈনন্দিন জীবন যাপন করি।
লেখাটা পড়ে ভালো লাগলো।
খুব যুক্তিসঙ্গত এবং বিশ্লেষণমূলক লেখা। ধন্যবাদ ডাঃ জানাকে।
Nicely written with rationales. Let us focus on personal protection measures fully.