১ লা মে, ২০২০
আজ দুপুরে সাগর দত্ত মেডিকাল কলেজের আইসোলেশন ওয়ার্ডে এক রোগীর মৃত্যু হয়, যাঁর করোনা সংক্রমণ আশঙ্কা করা হয়েছিল,
রোগীর মৃত্যুর পর উত্তেজিত আত্মীয়-স্বজন আইসোলেশন ওয়ার্ডে ঢোকার চেষ্টা করে। সেই চেষ্টা ব্যর্থ হলে তারা ইমার্জেন্সিতে ব্যাপক ভাঙ্গচুর চালায়। বাধা দিতে গিয়ে আহত হন এক পুলিশ কর্মী, যাঁর মস্তিষ্কে আঘাত সন্দেহ করা হচ্ছে। কোনও চিকিৎসাকর্মী আহত হননি বলে জানা গিয়েছে। র্যাফ নামিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনতে হয়।
যখন করোনা অতিমারীর বিরুদ্ধে যুদ্ধে চিকিৎসক-চিকিৎসাকর্মী, পুলিশ ও অন্যান্য কর্মীরা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন, তখন এই ধরনের হামলা কেবল নিন্দনীয় নয় শাস্তিযোগ্যও বটে।
ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম অপরাধীদের খুঁজে বার অরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবী জানিয়েছে।
আর কতদিন,”অপারাধীদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে”!এই লাইন টা লিখে কি কোন লাভ হয়।সবাই জানে কে অপরাধী (কারন মৃতব্যাক্তি হাসপাতালে আছেন),কিন্তু কোন X-Factor র জন্য আজ পযন্ত কোনও অপরাধীর দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া হয়েছে কিনা জানা নেই।জানলে জানাবেন।খুব হতাশাজনক,দিনে দিনে আরও খারাপ হবেই।