কালীগঞ্জে বালিকার নির্মম হত্যা রাজ্যের প্রচলিত নিত্যনৈমিত্তিক কাজকর্মের ধরণে কি আদৌ কোনোভাবে প্রভাবান্বিত করবে? এর জন্য কি নির্বাচিত বিধায়কের জয়লাভের সার্টিফিকেট বাতিল হয়ে যাবে? প্রতিবাদে শাসক দলের দায়িত্বশীল কেউ না কেউ পদত্যাগ করবে? পুরোনো সমস্ত ট্র্যাক রেকর্ড সরিয়ে পুলিশ ঝাঁপিয়ে পড়বে খুনীদের ধরতে, পরিষ্কার বলবে এরা শাসকদলের মদতপুষ্ট? ধর্মীয় ভেদাভেদ দেখে বা না দেখে সম্প্রদায়গুলি ক্ষোভে ফেটে পড়বে? জয়োল্লাস বা মহা উৎসবে বিন্দুমাত্র ভাঁটা পড়বে?
সব কটারই একটা উত্তর, a big emphatic ‘না’ !!
তাহলে কি প্রতিবাদে-প্রতিরোধে মানুষ ক্ষোভে ফেটে পড়বে, জনজীস্তব্ধ হয়ে যাবে? গভীর দুঃখের সঙ্গে হলেও স্বীকার করে নেওয়া উচিত, তাও না!! শাস্তি? প্রধান মদতদাতাদের কথা ছেড়ে দিন on the spot culpritদেরই হয় পুলিশ খুঁজে পাবে না, পেলেও কিছুদিন পরে জামিন পেয়ে তারা এলাকায় দাপিয়ে বেড়াবে।
শয়তানদের নিয়ে কোনো কথা বলার মানেই হয়না। প্রধান বিরোধী দল তো ধর্ম ছাড়া আর কোনো দিকে তাকাবেই না ঠিক করেছে। মোটামুটি দায়িত্ব নিয়েছে যাতে ভুলেও, হাজার অত্যাচারিত হলেও শাসকদল থেকে একটা সম্প্রদায়ের মানুষ তাদের দিকে আসতে না পারে। হতে পারে, এটাও ‘সেটিং’ এর একটা অংশ। যাই হোক, সেদিক থেকেও প্রতিক্রিয়া যথারীতি একটা সীমার মধ্যেই থাকার কথা।
আমার সরাসরি প্রশ্ন বাম ও কংগ্রেসের নেতৃত্বের প্রতি, কর্মী সমর্থকদের শিশুকন্যাকেও যদি বিন্দুমাত্র নিরাপত্তা না দিতে পারেন, তাহলে কেন মানুষ বিশেষতঃ গ্রামের খেটে খাওয়া মানুষজন আপনাদের পাশে এসে দাঁড়াবে? কোন নৈতিক অধিকারেই বা আপনারা তাদের সক্রিয়ভাবে এই শয়তানদের বিরুদ্ধ রাজনীতিতে অংশগ্রহণ করতে বলবেন?! রাজনীতি করতে গিয়ে খুন হওয়া, মামলায় জেরবার হয়, ঘরবাড়ি থেকে বিতাড়িত হওয়া, এসব তো নতুন কিছু নয়। নতুন সংযোজন এইটাই, একটা ৯ বছরের বালিকার প্রতি সরাসরি মারণঘাতী বোমা নিক্ষেপ, শুধুমাত্র এই অপরাধে যে তার পরিবার শাসক বিরোধী দলের সমর্থক ও ভোটদাতা !! বাম-কংগ্রেস নেতাদের প্রতি সনির্বন্ধ অনুরোধ, অন্ততঃ আগামী কয়েক বছর পশ্চিমবঙ্গে আপনারা ভোটে দাঁড়ানো বন্ধ করুন। বস্তুতঃ পশ্চিম বাঙলায় এখন শাসকদলের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর মানেই হয়না। কি মনে হয়, ফলাফল অন্য কোনো রকম হবে বা হতে দেওয়া হবে ?! বরং, সারা দেশ সারা পৃথিবী জানুক এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আর যাই হোক, নিরাপদ ভোটগ্রহণ একান্তই অসম্ভব !!
আর কিছু না হলেও অনেক মানুষের প্রাণ সম্পত্তির ক্ষতি কিছুটা হলেও তো কম হবে। অন্ততঃ, কর্মী সমর্থকদের এই যন্ত্রণা, এই আক্ষেপ, এই প্রশ্ন সারা জীবন বুকে নিয়ে বেড়াতে হবে না, রাজনীতির আঙিনায় বেহিসেবি/ভুল (!!) পদক্ষেপের কারণেই কি তার পরিবারে নেমে এলো এতো বড় বিপর্যয় !!!