শুধু মেধার সঙ্গে আপোষ করা নয়…চিকিৎসা- শিক্ষা ব্যবসায়ীদের মুনাফার পাহাড়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হচ্ছে….
চিকিৎসা-শিক্ষার পরিকাঠামো, শিক্ষক চিকিৎসকের নূন্যতম প্রয়োজন কমিয়ে দিয়ে, মুড়ি মুড়কির মতো বেসরকারি মেডিক্যাল কলেজ খোলার অনুমতি দিয়ে দিচ্ছিল ন্যাশনাল মেডিক্যাল কমিশন। এমনকি, এখন সরকারি হাসপাতাল ভাড়া নিয়েও মেডিক্যাল কলেজ খোলা যাচ্ছে। আমাদের রাজ্য লাফিয়ে সরকারি হাসপাতাল ভাড়া দিয়ে, দুটো বেসরকারি মেডিক্যাল কলেজ চালু করে দিয়েছে, আরও কয়েকটা চালু হওয়ার মুখে। ডাক্তারি পড়ার সিট বিক্রির (সুনিশ্চিত ভর্তির প্রতিশ্রুতি) বিজ্ঞাপনে চেয়ে যাচ্ছে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া। ডাক্তারি পড়ার সিট নিলাম হওয়ার খবর আসছে। আগে নিট পিজি পরীক্ষায় একটা নির্দিষ্ট নাম্বার পেলে তবেই স্নাতকোত্তর এমডি, এমএস পড়ার সুযোগ পাওয়া যেতো। এখন জিরো পার্সেন্টাইল মানে, সবচেয়ে কম নাম্বার পাওয়া, এমনকি সেটা জিরো বা নেগেটিভ হলেও, একজন এমডি,এমএস পড়ার সুযোগ পাবে।
বলা বাহুল্য টাকার বিনিময়ে বেসরকারি মেডিক্যাল কলেজেই সেই সুযোগ হবে।এই আদেশনামার মধ্যে দিয়ে চিকিৎসা-শিক্ষা ব্যবসায়ীদের মুনাফার আরও সুযোগ করে দেওয়া হলো। মেধা নয়,পয়সা থাকলেই ডাক্তারি পড়ার সুযোগ করে দেওয়া হলো।