ইন্দ্রনীল লিখেছিলেন বড়োদিনের দিন, কিন্তু মনে হল দেরী হলেও আমাদের পোর্টালে দেওয়া দরকার।
ভাবলাম আজ ছুটির দিন। অনেকক্ষণ ল্যাদ খাব। কিন্তু ল্যাদ খাবার জন্যও কপাল করে জন্মাতে হয়। তাই সাত সকালেই বেরতে হল ইমার্জেন্সি সিজারিয়ান সেকশনে।
ওটিতে মিনি ভারতবর্ষ। হিন্দু ডাক্তার, মুসলিম পেশেন্ট, খ্রিশ্চান নার্স। ঢুকেই একে অপরকে গুড মর্নিং বলার পরই জানানো হল মেরি ক্রিসমাস। শুরু হল অপারেশন।
আমাদের অ্যানাস্থেসিস্ট আবার গান পাগল ছেলে। তাই সবাই মিলে গান শুনতে শুনতে অপারেশন করা আমাদের অভ্যাস। আর সেই সুযোগে আজকের যিশু বেরিয়েই শুনতে পেল
Imagine there’s no countries
It isn’t hard to do
Nothing to kill or die for
And no religion, too
You may say I’m a dreamer
But I’m not the only one
I hope someday you will join us
And the world will be as one
আমার দৃঢ় বিশ্বাস, এরাই আগামী দিনের বিশ্ব নাগরিক।
একটা ছোট্ট ঘটনা নিয়ে আজকে বড় দিনের লেখা শেষ করি।
আমরা যারা আইভিএফ করি, আমাদের অনেক সময়েই রোগীকে ডোনার এগ বা স্পার্ম ব্যবহার করার অপশন দিতে হয়। কারণ অনেকের শুক্রাণু থাকে না বা ডিম্বাণু শেষ হয়ে গেছে। তখন একটা প্রশ্ন প্রায়ই শুনতে হয়, আচ্ছা এগ ডোনার কি হিন্দু হবে? কিংবা মুসলিম কারোর শুক্রাণু পাব তো!
কিন্তু ইমারজেন্সির সময় যখন রক্ত দিতে হয়, কেউ একবারও হাত চেপে বলেন, বলে না, দাঁড়ান মশাই, কোন ধর্মের লোকের রক্ত দিচ্ছেন একবার দেখি। তারপর নেব। ইমার্জেন্সির সময় ধর্ম আর মাথায় আসে না, বাঁচাটাই মুখ্য, আর সব গৌণ।
দেশে এখন ইমার্জেন্সি চলছে, ভেবে দেখুন কি করবেন !
আপনি কোন পার্টি হবেন ভাবুন ,আমি পার্টি করতে চলি:)
আমাদের পরিবারের তরফ থেকে সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা।