মেদিনীপুরের ঘাটাল মহকুমার মেয়ে উমা…
মানবতার কাছে হার মানল করোনা-ভীতি। আর কেউ রাজি না হলেও এক সদ্যোজাতকে স্তন্যপান করালেন তরুণী নার্স। তিনি নিজেও কিছুদিন আগে মা হয়েছেন। কাজে যোগ দিয়েছেন লকডাউন শুরুর সামান্য আগে।
বৃহস্পতিবার জন্ম নেওয়া ওই শিশুটি সেদিন রাতে দুধের জন্য ছটফট করছিল। সি সেকশন করে সন্তানের জন্ম দেওয়া তার মা-এর পক্ষে তখনই তাকে দুধ খাওয়ানো সম্ভব ছিল না। এই রকম পরিস্থিতিতে হাসপাতালে সদ্য-মা হওয়া অন্য প্রসুতিদের দিয়ে স্তন্যপান করানো হয়। কিন্তু করোনা সংক্রমণের ভয়ে অন্য কেউ শিশুটিকে দুধ খাওয়াতে এগিয়ে আসেননি।
আর জি কর হাসপাতালে নার্স উমা অধিকারী এই পরিস্থিতিতে নিজেকে আটকে রাখতে পারেননি। তিনি জানান করোনা-ভীতির থেকে তখন অনেক বড় হয়ে গিয়েছিল এক ফোটা দুধের জন্য সদ্যোজাত শিশুর আকুতি। সব রকম সাবধানতা অবলম্বন করেই তিনি শিশুটিকে দুধ খাওয়ান বলে জানিয়েছেন। তাঁর স্বামী এই ঘটনায় প্রথমে ভয় পেয়ে গেলেও তাঁকে আশ্বস্ত করেন উমা।
উল্লেখযোগ্য বিষয় হল আর জি কর হাসপাতালে নার্স হওয়ায় করোনা আতঙ্কে লকডাউনের প্রথম দিকে প্রতিবেশীদের হাতে হেনস্থা হতে হয়েছিল উমা ও তাঁর গোটা পরিবারকে। স্বাস্খ্যকর্মী উমা পাড়ায় সংক্রমণ ছড়াতে পারেন বলে আশঙ্কা করেন তাঁর প্রতিবেশীরা। ঘরে ছোট শিশু থাকায় টানা হাসাপাতাল থেকে যাওয়াও সম্ভব হয়নি তাঁর পক্ষে। থানায় অভিযোগ জানিয়ে পরিবারের সবার মেডিক্যাল স্ক্রিনিং করিয়ে তবে সেই সমস্যা থেকে বেরোতে পেরেছিলেন তিনি।
উমার কাছে আমরা কৃতজ্ঞ।