কিছু দিন আগে International Nurses’ Day গেল।
সবার জানা দরকার নার্সকে ‘The Heart of Hospital’ কেন বলা হয়।
একটা heart ছাড়া যেমন একটা শরীর চলে না,সেরকম নার্স ছাড়া hospital চলে না, এই বিষয়ে বেশ কটি আলোচনা খুবই জরুরি হয়ে পড়েছে।
প্রথমত, নার্সদের shift duty পড়ে, মানে একজন না আসা পর্যন্ত আর একজন নার্স যেতে পারে না, ডিউটি hours তিন ভাগে ভাগ করা থাকে-
Morning- 7.30am -1.30 pm, ৬ ঘন্টা
Evening- 1.30pm-7.30 pm, ৬ ঘন্টা
Night- 7.30 pm-7.30 am, ১২ ঘন্টা
যার অর্থ হল একটা মিনিটের জন্যও হসপিটাল খালি থাকে না, কোনো না কোনো নার্স সবসময় রোগীর জন্য প্রস্তুত থাকে, ঠিক যেরকম আমাদের heart আমাদের জন্য কোনো বিরতি ছাড়া কাজ করে।
দ্বিতীয়ত, নার্সদের মাসে ৮ টা ছুটি থাকে এবং ২২ দিন কাজ করতে হয়, এর মাঝে যখন কোনো national holiday পড়ে তখন সেই দিনের ছুটিটাও count করা হয়, তবে নার্সরা সেই national holiday টা সেই একই দিনেই পায় না, কারণ সেই দিনেই ছুটি নিলে hospital এ কে আসবে, তাই সকলের সুবিধা মত,আলাদা আলাদা দিনে ঐ ছুটি গুলিকে adjust করা হয়।রবিবারের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য।
তৃতীয়ত, একজন নার্সকে এক মাসে ৮ টা night duty করতে হয়, যার মধ্যে maximum ৩ টে night পরপর দেওয়া হয়, তারপর একদিন ছুটি দেওয়া হয়, এরপর এই night dutyতে ঘুমোতে পাওয়া না পাওয়াটা সম্পূর্ণ সম্ভাবনার ওপর, এক রাতে ৩ ঘন্টা করে, চেয়ারে ওপর বসে বা একটা রুমে মাটিতে, বিছানাতে ঘুমিয়ে রাতটা কাটাতে হয়। কখনও মাঝরাতে, রোগীর ওষুধ থাকলে, রাতে উঠে সেটা তৈরী করে দিতে হয়, মাঝ রাতে কোনো emergency অবস্থা তৈরী হলে, ডাক্তারকে খবর দেওয়া, এ সমস্ত কিছুই সেই নার্সরা করে যে duty তে থাকে, সেই সময় ডাক্তার উপস্থিত না থাকতে পারলে নার্সরাই পরিস্থিতি সামাল দেয়।
এটা শুধু staff nurse এর কথা, তারপর আরও বিভিন্ন পোষ্ট আছে Supervisor, ANS, NS ইত্যাদি।তাদেরও duty, time অনুসারে কাজ করতে হয়।
এর সাথেই অনেকে মনে করে পায়খানা পরিষ্কার থেকে বিছানা বাগানো, রোগীর সমস্তটাই একজন নার্সকে করতে হয়, যদিও ধারণাটা অনেকটাই ভুল, এক্ষেত্রে নার্সের সহযোগিতার জন্য nursing aid, attendant এবং এরকম অনান্য সহকারী থাকে, তারাও তখনই সাহায্য করে যখন নেহাতই রোগীর পরিবারের লোকেরা অনুপস্থিত থাকে। আমাদের দেশের মত জায়গাতে এই পার্থক্যটা করার মত মানসিকতা, বুদ্ধিমত্তা না থাকাটাই স্বাভাবিক।
এরই সাথে অনেকে ভাবেন যেকোনো হযবরল Course করে নার্স হয়ে যাওয়া যায়, তাদের উদ্দেশ্যে বলি B.Sc Nursing Hons. course কে ব্যাচেলরের সব থেকে কঠিন course বলে গণ্য করা হয়, কারণ একজন নার্স এমনি এমনি তৈরী হয়ে যায় না, এই course এ approx. ২২ টা বা তার বেশি সাবজেক্ট, ১৫০ বা তার বেশি assignment, internal, practical exam, model exam, teaching as a junior teacher,এবং এর সাথেই graduation level এর research, model তৈরী এরকম আরও অনেক কিছু। তার সাথে রয়েছে duty hours practical, যেখানে প্রত্যেক স্টুডেন্টকে 100% attendance রাখতে হবে, অর্থাৎ বছরে যতদিন duty থাকে প্রায় পুরোটাই শেষ করতে হয়, with or without stipend depending on the College.
তারপরে থাকে final, এই সব কিছুর পরে একজন স্টুডেন্টকে ফাইনাল (theory+practical) এ পাশ করতে হয়, with 60% and above marks, যাতে করে সে একটা good নার্স হিসেবে eligible হোক এবং আজকের প্রতিটা নার্সিং স্টুডেন্ট যারা কাল স্টাফ নার্স/nursing officer হবে তারা এই মার্কস নিয়েই পাশ হয়ে বেরোয়। এই মার্কস ছাড়া একজন নার্স licence ও registration no. পায় না, যেটা profession টা continue করার জন্য অত্যন্ত জরুরি।
একজন নার্স যখন Graduate হয়ে বেরোয়, তখন staff nurse, teacher, researcher, health officer এরকম হাজারো quality নিয়ে বেরোয়, কারণ এই profession টাই কোনো একদিকে দৃষ্টি না দিয়ে একটা versatile, and as a whole হিসেবে নজর দেওয়া হয়েছে।
সম্প্রতি এক OG ward এ আমাকে এক মহিলার শাশুড়ী জিজ্ঞাসা করলেন, আপনি sister না madam?
আমি বললাম মানে?
তখন উনি বললেন, না মানে আপনি নার্স না ডাক্তার?
আমি জিজ্ঞাসা করলাম, মানে কি? নার্স হলে sister বলবেন আর না হলে madam?
তার উত্তরে কিছু বললেন না, হেসে দিলেন।
আমাদের সমাজে এই ছোট জিনিসটা কেউ বোঝে না, যে কোনো নার্সকে ভালোবেসে sister বলা আর সম্মান না দিয়ে sister বলার মধ্যে পার্থক্যটা কোথায়!!
তার সাথে একজন স্টাফনার্সের আসল পরিচিতি বা বলতে পারেন ডাক হল NURSING OFFICER।
Respect is the thing that everyone deserves, আর একজন NURSING OFFICER যে নিজের চার বছর এই অসামান্য পরিশ্রম করে, নিজেকে এই profession এর যোগ্য করে তুলেছে, সেখানে তাকে কে সম্মান করল, তাতে হয়তো তার কিছু যায় আসে না। প্রশ্নটা হল মানসিকতা আর সামাজিকতার।
পরের বার থেকে কোনো মন্তব্য করার আগে এবং কোনো NURSING OFFICER কে madam/sir না বলে sister/brother বলে সম্বোধন করার আগে নিজের মানসিকতাটা একটু যাচাই করে নেবেন। ভেবে নেবেন কোন profession টা নিয়ে কথা বলছেন। না হলে কাল হয়তো আপনাকেও sir/madam না শুনে teacher, doctor, engineer ইত্যাদি শুনতে হতে পারে।
## কোনো particular মানুষের উদ্দেশ্যে বা কারো আবেগকে আঘাত করার জন্য পোষ্টটা করা হয়নি।
Nice, very nice.