কাল আমাদের মিছিল ছিল। আমাদের মানে ডাক্তার (MBBS+BDS+ অন্যান্য), নার্সিং, টেকনিশিয়ান, নন-মেডিক্যাল স্বাস্থ্যকর্মী এবং প্রচুর সাধারণ নাগরিককে নিয়ে এ এক আশ্চর্য মিছিল। যে মিছিলের প্রত্যেকের দাবী একটাই। ধামাচাপা, প্রমাণলোপ না করে সঠিক সত্য উন্মোচিত করো। শাস্তি দাও।
মিছিলে থমকে গিয়েছিল করুণাময়ীর রাস্তায় ব্যস্ত ট্রাফিক। স্তব্ধ হয়ে দাঁড়ানো বাস থেকে যাঁরা দেখছিলেন, কী আশ্চর্য তাঁরাও বাসের ভেতর থেকে আওয়াজ তুললেন, আমাদের সঙ্গে গলা মিলিয়ে, “উই ওয়ান্ট জাস্টিস”। তাঁরা আমাদের মতই গর্জন করে উঠলেন, ” সারা বাংলার একই স্বর… জাস্টিস ফর আরজিকর”।
ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে শুরু করে আমাদের মিছিল গেল সিজিও কমপ্লেক্স। আমাদের তিনজন প্রতিনিধি ভেতরে গিয়ে, সিবিআইএর হাতে দিয়ে এলেন সম্ভাব্য আততায়ীদের নামের তালিকা। অন্যান্য অনাচারের বিরাট লিস্ট।
আমরা অপেক্ষা করব। সিবিআই নাকি প্রতিশ্রুতি দিয়েছেন, সত্য উন্মোচিত হবে। আমাদের অপেক্ষা কিন্তু অনন্ত নয়। অনন্ত নয় আমাদের ধৈর্যও। সেই কথা সিবিআইকে জানিয়ে আসা হয়েছে।