জ্বর বা ব্যথা হলে কোন মাত্রায় কত ক্ষণ ছাড়া প্যারাসিটামল খেতে পারেন?
১০ কিলো শরীরের ওজনঃ ৫০০ মিগ্রা র ১/৪ বড়ি ৬ ঘন্টা ছাড়া।
২০ কিলোঃ ৫০০ মিগ্রা র ১/২ বড়ি ৬ ঘন্টা ছাড়া।
৩০ কিলোঃ ৫০০ মিগ্রা র ৩/৪ বড়ি ৬ ঘন্টা ছাড়া।
৪০ কিলোঃ ৫০০ মিগ্রা র ১টা বড়ি ৬ ঘন্টা ছাড়া।
৫০ কিলোঃ ৫০০ মিগ্রা র ১ ১/৪ বড়ি ৬ ঘন্টা ছাড়া।
৬০ কিলোঃ ৫০০ মিগ্রা-র ১ ১/২ বড়ি ৬ ঘন্টা ছাড়া।
৭০ কিলোঃ ৫০০ মিগ্রা র ১ ৩/৪ বড়ি ৬ ঘন্টা ছাড়া।
৮০ কিলোঃ ৫০০ মিগ্রা র ২ টো বড়ি ৬ ঘন্টা ছাড়া।
দিনে ৪ গ্রাম অর্থাৎ ৪০০০ মিগ্রা অর্থাৎ ৫০০ মিগ্রা র ৮ টা বড়ি হল সর্বোচ্চ মাত্রা।।
কোভিড রোগীদের ওজন নির্বিশেষে প্যারাসিটামল ৬৫০ মিগ্রা বড়ি দেওয়া হচ্ছে।
প্যারাসিটামলের বহুল প্রচলিত ব্র্যান্ড CALPOL, CALPOL 500 mg ট্যাবলেট ১৫ টার দাম ১৫ টাকা আর CALPOL 650 mg ট্যাবলেট ১৫ টার দাম ৩০ টাকা।
করোনার জন্য তো জ্বর হলে Paracitamol এর ওজন অনুযায়ী ডোজ। কিন্তু করোনা ছাড়া জ্বর হলে তখন কি ডোজের পরিমাণ একই থাকবে?