মামদো ভূতের চাইতে আমার চেহারা নয় ন্যূন।
কাজের বেলা অষ্টরম্ভা, তেমনটা নেই গুণও।
পেয়েছি এক মুরগিজন্ম দুঃসহ পোলট্রিতে।
তৃষ্ণা দগ্ধ। বেজায় হেরো। পাই না কিছুই ফ্রিতে।
সদাই চিন্তা। বিক্রি হব কাটায় নাকি গোটায়।
বোন ছিল না। ডাক পাইনি কক্ষনো ভাই ফোঁটায়।
প্রাণের চাওয়া কন্যারত্ন, তাও জোটেনি ভাগ্যে।
আছেন… ছিলেন… অন্য দুজন, সেইটা জানাই… আজ্ঞে!
এক যে আছেন, “শুনছো, ও গো”, আর এক ছিলেন মা।
(আমার চাইতে দুঃখী হলে, তাও তো জোটে না!)
সেই মা গেছেন তারার দেশে। বুক করে ছমছম।
এমন ভাগ্যাহত কারওর মা হবে টমটম?
দেখলে আমায় ভিরমি না খায়, না যেন চমকায় ও!
টমটমকে জানিয়ে দিয়ো, আমি ও লোক ভায়ো!
★
টমটম = বড়বেলার Soumi Mukherjee