বলেছেন সরকার, জি এস টি দরকার,
দপ্তর তৎপর সদা সেই কার্যে,
এইটিন পারসেন্ট, সেন্ড টু গভর্নমেন্ট
স্যানিটাইজার বলে নেই কোনো ছাড় যে।
যত কেন প্যাঁক দাও, আছে তার ব্যাখ্যাও
কমালেই সুবিধাটা পাবে নাকি বিদেশী,
আমদানি যারা করে, লাভ যাবে তার ঘরে
তাই দেশি দ্রব্যতে ট্যাক্সের ফি বেশি।
ধাঁধাটি জটিল বেশ, পায়ে খাড়া হবে দেশ
বেশি দামে কেনো যদি মারী থেকে বাঁচতে
কর কিছু কমালেই, সে ভুলের ক্ষমা নেই
ইউরো ডলার থাকে তা তা থৈ নাচতে।
এই তো কদিন আগে, হুকুম হয়েছে রাগে,
স্পষ্ট লিখতে হবে কোন দেশে বানানো
সেটা নিয়ম লাগু হলে, বিনা কোনো জাদুবলে
জানা যায় কি জিনিস কোথা থেকে আনানো।
কাজেই বিদেশী খুঁজে, সেইখানে ট্যাক্স গুঁজে
স্বদেশী সস্তা করা যেতো ভারী সহজে,
যা বাঁচাবে করোনায়, ছাড় যদি নাই পায়
তাতে হবে কোন ভালো ঢুকছে না মগজে।
রাজকোষে এলো কত, সে হিসেব অবিরত
কোভিডে শিকার কত সে সংখ্যা তুচ্ছ,
বিক্রি যেটার বেশি, হলে হোক সেটা দেশি
জি এস টি লাগু থাকে যথারীতি উচ্চ।
নাগরিক, দিনকাল কিরকম বুঝছো?