২০ মার্চ ২০২৫
ডাঃ সুবর্ণ গোস্বামী, অভয়া আন্দোলন ও পশ্চিমবঙ্গের স্বাস্থ্যব্যবস্থার দুর্নীতি, দুর্বৃত্ত, থ্রেট কালচারের মত অনাচারগুলির বিরুদ্ধে ধারাবাহিকভাবে নিরলস একজন সংগ্রামী, তাকে আজ সকালে হঠাৎ একটি অর্ডার শুধুমাত্র তার জন্যে বের করে বর্ধমান থেকে দার্জিলিং জেলা টি বি হাসপাতালে বদলী করা হয়েছে। প্রসঙ্গত ডাঃ গোস্বামীকে এই সময় কালের মধ্যে আট বার এবং বিগত দশ বছরে সমতুল্য পদে পাঁচ বার বদলী করা হয়েছে। তার মধ্যে উত্তরবঙ্গে সাত বছর।
আমরা মনে করি এই বদলী চূড়ান্ত প্রতিহিংসার প্রকাশ। আমরা এর তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে এই আদেশনামা রদ করার দাবি জানাচ্ছি।
বাংলার অভয়াদের বিচারের জন্যে ও সবরকমের অনাচারের বিরুদ্ধে শিরদাঁড়া সোজা রেখে আমাদের আন্দোলন চলবে।
সব স্তরের চিকিৎসক ও অভয়া আন্দোলনের সব সহযোদ্ধারা ২০.৩.২৫ বিকেল ৪-৩০ টায় এই চুড়ান্ত অমানবকিক, অনৈতিক, প্রতিহিংসমূলক আদেশনামা রদের দাবিতে স্বাস্থ্যভবন অভিযান করেন।
স্বাস্থ্য সচিব এবং ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস স্বাস্থ্য ভবনে না থাকায় পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল ডেপুটি ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস ডা প্রণব রায়ের সঙ্গে দেখা করে ট্রান্সফার অর্ডার প্রত্যাহারের দাবি সম্বলিত দাবি পত্র তাঁর হাতে দেন।
আবেদনে ফল না হলে আন্দোলন তীব্র করার শপথ নেন জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস এবং অভয়া মঞ্চের প্রতিবাদীরা।