আজ জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল, IMA বেঙ্গল ও প্রটেক্ট দ্য ওয়ারিওয়ার্স যৌথভাবে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের দপ্তরের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করে ও সেখান থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল রেজিস্ট্রারের সঙ্গে দেখা করে। সেখানে আমরা কাউন্সিলের ও বিভিন্ন কমিটিতে থাকা অনেক সদস্যের দুর্নীতি ও হুমকি সংষ্কৃতির সঙ্গে যুক্ত থাকা (যা অভয়ার ওপর নারকীয় অত্যাচার ও হত্যার ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ আসছে) ও কেন্দ্রীয় সংস্থার তদন্তাধীন এবং আইন ও নিয়ম বহির্ভূত ভাবে কাউন্সিল পরিচালনার অভিযোগ জানিয়ে কাউন্সিল ভেঙে দেওয়ার দাবী জানিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সেইসঙ্গে চিকিৎসক ও সাধারণ মানুষের স্বার্থরক্ষার প্রয়োজনে একটি পরিপূর্ণ ও কার্যকরী কাউন্সিল গঠনের লক্ষ্যে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল-এর ৮ জন সদস্যের (যারা বিগত নির্বাচনে প্রার্থী ছিলেন) পক্ষে একটি আইনি চিঠিও দেওয়া হয়।
সেখানে রেজিস্ট্রার স্বীকার করেন
১। জানুয়ারি মাসে একজন মাননীয় সদস্যের প্রয়াণের আট মাস পরেও বিধি অনুযায়ী ২ মাসের মধ্যে শূন্যপদ পূরণের ব্যবস্থা নেওয়া হয়নি ।
২। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল ও অভীক দে, বিরুপাক্ষ বিশ্বাস, মুস্তাফিজুর রহমান, শেখ মোহাম্মদ অখিল ও শুভঙ্কর ঘোষের বিরুদ্ধে কাউন্সিলের কাজকর্মে অংশগ্রহণে যে নিষেধাজ্ঞা জারি হয়েছে তা বিধি ও নিয়ম মেনে করা হয়নি।
৩। এইসময়ের মধ্যে বেশ কিছু কাউন্সিল সদস্য পদত্যাগ করেছেন বলে যা শোনা যাচ্ছে সে বিষয়ে প্রথমে তিনি জানিয়েছিলেন কোন ব্যবস্থা নেওয়া হয়নি ,পরে আমরা জোরালো দাবি জানাতে তিনি বলেন পদত্যাগকারীদের একটি চিঠি দেওয়া হয়েছে তাদের বর্তমান অবস্থান নিশ্চিত করার জন্যে কিন্তু তাতে কোন সময়সীমা নির্দিষ্ট করেন নি।
সুষ্ঠু কাউন্সিল চালানোর জন্যে আমাদের সুচিন্তিত ও গ্রাহ্য যুক্তিগুলি মেনে নিয়ে তিনি বলেন ,
১। শূন্যপদ পূরণের জন্য তিনি অবিলম্বে ব্যবস্থা নেবেন ।
২। কাউন্সিলের মিটিং ডেকে গৃহীত ব্যবস্থাগুলি বিধিবদ্ধ করবেন ।
৩। পদত্যাগীদের চিঠি দিয়ে ৩ দিনের মধ্যে অবস্থান জানতে চাইবেন ।
৪। ভবিষ্যতে নিয়মনীতি, বিধি মেনে কাউন্সিল পরিচালনা করবেন।
আমরা বার বার আবেদন করেছি তিনি নিজে ও কাউন্সিলকে যেন দুর্বৃত্তচক্রের থেকে মুক্ত রাখার উপযুক্ত ব্যবস্থা নেন।
আমরা দ্ব্যর্থহীন ভাবে জানিয়েছি আমরা সব কিছুর ওপর নজর রাখছি, দাবী ও প্রত্যাশা পূর্ণ না হলে আমরা সময়মতো বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা করতে বাধ্য হবো।