1. এটা কি আদৌ মহামড়ক? তাই যদি হয়, গতবছরের মার্চ থেকে জুলাইয়ের তুলনায় কোনো দেশে এই বছর মৃত্যুহার/মৃত্যুসংখ্যা বেড়েছে কি?
2. গত পাঁচমাসে কোভিডে মারা গেছেন ৩৫০০০ ভারতীয়। দুঃখজনক! কিন্তু যে যক্ষ্মা বা টিউবারকুলোসিসে গত বছর মারা গেছেন সাড়ে চার লক্ষ ভারতীয়! অর্থাৎ দিনে গড়ে ১২৩৩ জন ভারতীয় এখনো প্রাণ হারান টিবিতে! সেই হিসেবে গত পাঁচমাসে যক্ষ্মায় মারা গেছেন এক লক্ষ পঁচাশি হাজার তিনশো বিয়াল্লিশ জন ভারতীয়! কিন্তু আমরা টিবি নিয়ে চিন্তিত নই। কেন?
3. যে অসুখে শতকরা ৯০ জন উপসর্গহীন থাকেন, ১০ জন অসুস্থ হন, ৫ জন হাসপাতালে ভর্তি হন আর দুজন মারা যান তা কি সত্যিই কোনো জনস্বাস্থ্য সমস্যা?
4. যে সমস্ত দেশ কড়া লকডাউন করেছে আর যে সমস্ত দেশ কিছুই করে নি, তাদের মধ্যে সংক্রমণ হার বা মৃত্যুহারের কোনো ফারাক আছে কি?
5. প্রতিবেশী দেশ পাকিস্তান, বাংলাদেশ বা নেপালে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হবার পথে! কিভাবে? ওঁদের চিকিৎসা ব্যবস্থা বা অথনৈতিক ক্ষমতা তো আমাদের চেয়ে আদৌ উন্নত নয়! এমনকি লকডাউনও সেভাবে পালন করা যায় নি ওই দেশগুলিতে! তার মানে কি আর পাঁচটা ভাইরাসজনিত সংক্রমণের মত কোভিডও তার স্বাভাবিক গতি মেনেই তুঙ্গে উঠবে আর তার পর নেমেও আসবে?
6. এই প্রথম একটি RNA ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরী করার চেষ্টা চলছে।সংবাদমাধ্যম আমাদের যাই বোঝাক, কোভিড ভ্যাকসিন নিকট ভবিষ্যতে আসছে না! কোনো ওষুধও নেই! একমাত্র উপায় জন-অনাক্রম্যতা বা হার্ড ইম্যুনিটি। লকডাউন সেই প্রক্রিয়াটাকে মন্থর করে দেবে না তো?
7. Worldometer জানাচ্ছে সারা পৃথিবীতে বার্ষিক মৃত্যুহার এ বছর এযাবৎ ৭.৬১২। পাঁচ বছর আগে ২০১৫ সালে এই হার ছিল ৭.৬১৯। গতবছর ছিল ৭.৫৭৯। অর্থাৎ পাঁচ বছর আগের তুলনা মৃত্যুহার সামান্য হলেও হ্রাস পেয়েছে! হ্যাঁ করোনা হওয়া সত্ত্বেও হ্রাস পেয়েছে!
8. ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ২০১৭সালের হিসেবে প্রতিদিন সারা বিশ্বে প্রায় লাখ দেড়েক মানুষ বিভিন্ন কারণে মারা যান! বছরে আজ অবধি সে হিসেবে ৩১ ,৪ ০০,০০০ মানুষ মারা যাবার কথা, অথচ Worldometer জানাচ্ছে এ বছর এ যাবৎ সারা পৃথিবীতে মারা গেছেন ৩৪,২৬৩,১৫০ জন, অর্থাৎ প্রায় ২৮ লক্ষ ৬৩ হাজার মানুষ বেশি মারা গেছেন! তার মধ্যে করোনায় মারা গেছেন ৬লক্ষ ৮০ হাজার! অর্থাৎ গত সাতমাসে সারাদুনিয়ায় প্রায় বাইশ লক্ষ মানুষ অতিরিক্ত মারা গেছেন করোনা নয় এমন অসুখে! আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি না!
9. আমরা আলোচনা করছি মোদি, মমতা, ট্রাম্প, পুতিন,জিনপিং নিয়ে!
10. যেহেতু ট্রাম্প HCQS-এর পক্ষে বলেছেন অতএব প্রমাণ করতেই হবে সেটা অতি ওঁচা এবং বিপজ্জনক ওষুধ!
11. দেশে করোনা নিয়ন্ত্রিত হওয়া মানেই মোদির কৃতিত্ব, যেমন দিল্লীর করোনা জয়ের মূল কারণ অমিত শাহ!
12. অথবা, দেশে করোনা বাড়লেই মঙ্গল, তাতে মোদির নিন্দে করা যাবে!
13. রাজ্যে করোনার বিপদ বেশি করে দেখাতেই হবে! সামনে ভোট, করোনা নিয়ন্ত্রণে এসে গেলে মমতা যদি ফের জিতে যান!
14. করোনা মোকাবিলায় যে অবস্থাই হোক, সাপ্তাহিক দুদিন লকডাউনের স্ট্র্যাটেজি একেবারে মমতার মাস্টার স্ট্রোক!
15. করোনার চেয়ে অনেক ভয়ঙ্কর এই আতঙ্কের পরিবেশ, এই অনর্গল মিথ্যা প্রচার, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থার কোমর ভেঙ্গে দেওয়া এই বিভ্রান্ত রণকৌশল!
16. ১৩ কোটি ৪০ লক্ষ হা-ক্লান্ত পরিযায়ী শ্রমিকদের বীভৎস যন্ত্রণা আমরা ভুলে গেছি।
17. লোকের কাজ নেই, চাকরি নেই , পকেটে পয়সা নেই, পেটে ক্ষিদে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ, দেশে অনলাইন ক্লাস করছে শতকরা ২৫ জন ছাত্র-ছাত্রী, বাকি দুই তৃতীয়াংশ ডুবে যাচ্ছে শিক্ষাহীনতার অন্ধকারে!
18. গত পাঁচমাসে দেশে আত্মহত্যা বেড়েছে পাঁচগুণ!
19. কোভিড-আতঙ্কে নন-কোভিড রোগীদের চিকিৎসা তছনছ হয়ে গেছে! নেগেটিভ তরঙ্গপ্রবাহে ডুবে আছে একটা গোটা দেশ, গ্রহ!
20. মরব একদিন সবাই, কিন্তু তাই বলে, দু-বেলা নেগেটিভ চিন্তা করে, ডিপ্রেশনে ডুবে মরবো কেন?
মরার আগে মরে তো লাভ নেই, তাই না?
আসুন বাঁচি!
1.https://www.statnews.com/2020/03/17/a-fiasco-in-the-making-as-the-coronavirus-pandemic-takes-hold-we-are-making-decisions-without-reliable-data/
2. https://fee.org/articles/john-ioannidis-warned-covid-19-could-be-a-once-in-a-century-data-fiasco-he-was-right/
ভীষণ ভালো ও সময়োপযোগী লেখা। স্যার আমি একজন health worker.grassroots এ কাজ করছি। মানুষের আয় বন্ধ হবার দরুন তাদের কষ্ট সামনে থেকে উপলব্ধি করতে পারছি।
অনেক ধন্যবাদ
আমি একই মতে বিশ্বাস। হাসপাতালে ভর্তি না হতে পেরে অন্য রোগে বেশি মরতে দেখছি।?
Lekhata khub e prasongik ai samoy …tathyo diye apni jevabe satti ke tule dhoreche ta prosongsa dabi rakhe
Sir
Can I share this ?
Yes, certainly.
একদম বাস্তববাদী লেখা.সবার পক্ষে বোঝা সম্ভব.
Everyone should follow Dr Biswaroop Roy Chowdury for authentic information about Corona
I am from NICE team of Dr Biswaroop Roy
We are united against whole propaganda
We exposed the covid19
We exposed the WHO CDC WTO UNO ICMR IMA
Ami toiri
খুব সুন্দর লেখা আতোংকো কমাবার কাজে লাগবে এই লেখাটা
একেবারেই ঠিক।
জনগণের ওপর শাসকের চাপিয়ে দেওয়া দমবন্ধ করা পরিস্থিতিকে তাচ্ছিল্য দিয়েই দূর করতে হবে।
সতর্কতার সাথে প্যানিকের অবিচ্ছেদ্য বন্ধুত্ব নেই, আমরা যেন বন্ধুত্ব করিয়ে না দিই!