আর জি কর-১
_______________
নামে কি আসে যায়?
আমাদের প্রিয়তমা নারীর নাম অপ্রাপনীয়া
আমাদের দ্রুততম গাড়ির নাম ন যযৌ ন তস্থৌ
আমাদের স্বপ্নসম্ভব বাড়ির নাম সরাইখানা
আমাদের পাকগৃহের হাঁড়ির নাম শূন্য কুম্ভ
আমাদের জীবন-লক্ষণ নাড়ির নাম নিস্পন্দ
আমাদের লজ্জাহরন শাড়ির নাম বসন পরো মা
এই গাঙে
আমাদের নৌকো রাখার খাঁড়ির নাম
ডাঙায় বাঘ জলে কুমির
সবাই শিখে গেছি ক্রমশই
ঠেলায় পড়লে কিম্বা রাষ্ট্র বকুনি দিলে,
আমাদের সমস্ত প্রতিবাদী আড়ির নাম হয়ে যায় ভাব
★
আরজিকর-২
★
ভীতু বাবার চিঠি
_________________
বড্ড দেখি সাহস বেড়েছে তোর
ঠোঁট দুটোতে চাপিয়ে রাখ্ সেলাই
পাপের দৃশ্য ঘটবে আশে পাশে
তখন উচিত চক্ষু বুজে ফেলাই।
তোর জন্যই মরছি ভয়ে বাবু,
ওদের নজর ভর্তি সাপের বিষে!
দাঁত আর নখে করবে ফালা ফালা
নানান ছুতোয় হয় তো দেবে পিষে।
মন্ত্রণা দেয় সময় সুযোগ বুঝে
রাজার চেনা সতর্ক বিপ্লবী।
সে কিন্তু সব জানত আগের থেকে
এই সমস্ত রাস্তা ও ঘাট… সবই
চালাক যারা, সব রহস্য জানে।
তাই তো কোনও আঁচ লাগেনা গায়ে।
আমার ছেলে পুড়তে যাবে কেন
নিছক কিছু সত্যি বলার দায়ে?
স্বার্থপরের মতন এসব বলি
সিঁদুরে মেঘ দেখলে ডরাই ভয়ে
”ঘর পুড়বে”, পেয়াদা ভয় দেখায়…
থাকছি বেঁচে সে সব ক্ষত বয়ে।
শিরদাঁড়া তোর শক্ত আছে… থাকুক।
কাজ নেই আর ওদের কথা লিখে।
শুধু থাকিস এমনি সরল ঋজু
যাস না ভেসে, নষ্ট রাজার দিকে।
★