ঢাক পেটানো এত কেন একশো কোটির ভ্যাক্সিনে,
দুশো কোটি পেরিয়ে গেছে এই সময়ে দ্যাখ চীনে।
সবার দেহে দুইখানা ডোজ, হিসেব করো সংখ্যাকে
সিকি পথও হয়নি আসা, তবুও বাজায় ডংকা কে।
বিশ্বমাঝে স্থান দ্বিতীয় , সেটা তো স্রেফ নম্বরে,
শতাংশতে হিসেব হলেই লজ্জাবসন কম পড়ে।
সেই যে প্রথম বিদেশ চালান, দেশের কথা না ভেবে,
দেশকে কেন দিতে দেরী, জবাবটা তার কে দেবে?
হাজার টাকা করলে খরচ মিলবে টিকা এক্ষুণি,
হাজার টাকা মাসিক আয়েও ঘাপটি মারে এক খুনী।
তাকে যদি নাকে ঘোরাও, আসবে না সে কাজ ফেলে
আগামী তার জ্বরেই যাবে , যদি না সুঁই আজ মেলে।
কৃতিত্ব নয় একলা রাজার কিংবা প্রদেশমুখ্যদের,
টিকার আগে গঙ্গা বয়ে লাশ দিয়েছে দুঃখ ঢের।
কোল্ড চেনে যে পৌঁছে দিলো , টিকা দিলো যে নার্সটি,
যতই তাদের প্রশংসা হোক, একটি কথাও না বাড়তি।
একশো পীঠে জ্বালিয়ে আলো করলে এমন উদযাপন,
বিশ্ববাসীর লাগবে সেটা বেদম হাসির বিজ্ঞাপন।
বেসক্যাম্পে পৌঁছে যদি শিখর ছোঁয়ার ফূর্তি হয়,
স্তাবক ছাড়া আর কারো তা মালা দেওয়ার মূর্তি নয়।
সার্টিফিকেট জুড়ে যে মুখ, দেশের অছি আজ তিনি
জন্ম থেকেই অশোক স্তম্ভ আর তেরঙায় দেশ চিনি।
ভোটের কানামাছি খেলে অছি আসেন অছি যান,
নথিতে তাও থিতু প্রতীক কোথায় কি আজ পাত্তা পান?
ঢাক পেটানো এত কেন একশো কোটির ভ্যাক্সিনে,
দেড়শো কোটি ডোজ যে বাকি, সে তথ্য কই, দেখছি নে!
রেকর্ড শুধু করলে হবে জন্মদিনের একদিনে?