না বর্ষাকাল নয়, ভরা বসন্ত। কিন্তু করোনা সংক্রমণের জন্য ফাগুনের বাতাস আর মনে আগুন ধরাচ্ছেনা। তবে হঠাৎ করে বর্ষাতি পরা ছবি কেন??
আসলে এই বর্ষাতি গুলো মেডিকেল কলেজের চিকিৎসক ও জুনিয়ার চিকিৎসকদের দেওয়া হয়েছে। এই পোশাকগুলো পড়ে নাকি করোনা সংক্রমণের চিকিৎসা করবেন তারা!!!!.
মনে রাখবেন ইতালিতে করোনার চিকিৎসা করতে গিয়ে তিন হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। ফলে তাদের থেকে সংক্রমিত হয়ে আক্রান্তের সংখ্যা বেড়েছে হুহু করে। ইতালি অনেক উন্নত দেশ তার চিকিৎসা ব্যবস্থাও আমাদের চেয়ে অনেক উন্নত।
কিন্তু আমাদের দেশে যদি স্বাস্থ্যকর্মীরা সংক্রমিত হওয়া শুরু করেন তবে পরিস্থিতি অনেক জটিল ও ভয়াবহ হয়ে দাঁড়াবে। তাই সবচেয়ে আগে প্রয়োজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দের সুরক্ষা। করোনার বিরুদ্ধে যুদ্ধে আমাদের প্রধান সেনাপতি এইসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাই।
তাই সরকারি হাসপাতালে তাদের যথাযথ প্রতিরোধকারী পোশাক দেওয়ার দাবিতে সোচ্চার হোন।
<–কোভিড ১৯ অতিমারী চলাকালীন হাসপাতালের কোন স্থানে কোন কোন ব্যক্তিগত সুরক্ষার সামগ্রী (Personal Protective Equipments) ব্যবহার করা যুক্তিসঙ্গত তা স্পষ্ট করে বলে দেওয়া আছে কেন্দ্র সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের এই নির্দেশিকায়।
It is just ridiculous.Proper PPE should be provided.