বিরল থেকে বিরলতম। কথার মানে কী যে।
ফাঁসি চাইছে? সুনিশ্চিত, বেড়ালটা যে ভিজে।
ভিজে বেড়াল, ফ্লেক্সে আঁকা সততা প্রতিমূর্তি
সে কেন শুধু ফাঁসিই চায়? ফাঁসিতে কেন স্ফূর্তি?
খুনিরা কেউই ধরা পড়েনি খুন করার পর।
সে তবু কেন এক ফাঁসিই চাইছে বরাবর?
ফাঁসিটা হয়ে গেলেই বুঝি প্রমাণ মোছা শেষ?
রইবে না আর কোথাও কোনও সাক্ষ্য-অবশেষ?
আসলে যারা জড়িত ছিল, সকল গসপেল
তন্ন তন্ন মোছার হুকুম পেয়েছে গোয়েবেলস।
আসল খুনিগুলোর ওপর আঁচ না যেন পড়ে।
প্রমাণ-লোপাট প্ল্যান হয়েছে সারাটা রাত ধরে।
কমিশনার চুল্লী খুঁজে, পুড়িয়ে দিল প্রমাণ
উল্লসিত বিধায়কটা বলে ওয়েল ডান।
চৌর্য এই সাম্রাজ্যে এটাই সেরা দুঃখ,
চোর না শুধু, আসলে খুনি, গণতন্ত্রের মুখ্য।
এই যে গাঢ় যোগসাজশে টিকে থাকছে ম…ম…
এই ঘটনা শুধু বিরল? এটা… বিরলতম।